হোয়াটসঅ্যাপে একসঙ্গে অনেক বার্তা যেভাবে পাঠাবেন
হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক বার্তা পাঠিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়। কখনো কখনো একই বার্তা অনেককে পাঠানোর প্রয়োজন হয়। আলাদা করে প্রত্যেককে মেসেজ পাঠানো সময়সাপেক্ষ ও বিরক্তিকর হয়ে ওঠে। তবে একসঙ্গে একাধিক ব্যক্তিকে বার্তা পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট সুবিধা ব্যবহার করতে হয়। দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ব্যক্তিকে বার্তা পাঠানো যায়।
স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। পপআপে দেখানো অপশন থেকে নিউ ব্রডকাস্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম নির্বাচন করতে হবে। একটি ব্রডকাস্টে সর্বোচ্চ ২৫৬ জনকে নির্বাচন করা যাবে। এরপর একটি চ্যাটবক্স চালু হবে। চ্যাটবক্সে কাঙ্ক্ষিত বার্তা লেখা যাবে। বার্তা লেখা সম্পন্ন হয়ে গেলে সেন্ড বাটন চাপতে হবে। এরপর একই বার্তা আলাদা আলাদা ব্যক্তির কাছে চলে যাবে। প্রাপকের কাছে বার্তাটি ব্যক্তিগত চ্যাটবক্সে চলে যাবে। পরে সেই ব্রডকাস্ট তালিকার চ্যাটবক্সে প্রবেশ করে আবার নির্বাচিত ব্যক্তিদের একসঙ্গে বার্তা পাঠানো যাবে। এভাবে একাধিক ব্রডকাস্ট তালিকা তৈরি করে একাধিক ব্যক্তি নির্বাচন করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো যায়।