হোয়াটসঅ্যাপে ই–মেইল ঠিকানা যুক্ত করবেন যেভাবে

ফোন নম্বরের পাশাপাশি ই-মেইল ঠিকানার মাধ্যমেও হোয়াটসঅ্যাপে প্রবেশ করা যায়ছবি: রয়টার্স

সম্প্রতি ফোন নম্বরের পাশাপাশি ই-মেইল ঠিকানার মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশের সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ফোন নম্বর ছাড়াও ই–মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্টে দ্রুত প্রবেশ করার পাশাপাশি পরিচয় যাচাই করা যাবে। হোয়াটসঅ্যাপে যুক্ত করা ই–মেইল ঠিকানা অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন না। ফলে ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে। হোয়াটসঅ্যাপে ই–মেইল ঠিকানা যুক্তের পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ

ই–মেইল ঠিকানা যুক্তের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘ই–মেইল অ্যাড্রেস’ নির্বাচন করে ‘অ্যাড ইউর ই–মেইল’ অপশনের নিচে থাকা বক্সে ই–মেইল ঠিকানা লিখতে হবে। এরপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করলেই ই–মেইল ঠিকানা যাচাই করার জন্য ছয় সংখ্যার একটি কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। পরের পৃষ্ঠায় কোডটি লিখে ‘ভেরিফাই’ বাটনে ট্যাপ করলেই ই–মেইল ঠিকানার নিচে টিকচিহ্নসহ ভেরিফায়েড লেখা দেখা যাবে।

আরও পড়ুনঃ