হোয়াটসঅ্যাপের পটভূমি পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপপেক্সেলস

হোয়াটসঅ্যাপ চালুর পর সাধারণত একই রঙের পটভূমি দেখা যায়। নিয়মিত একই রঙের পটভূমি দেখতে অনেকেরই ভালো লাগে না। চিন্তার কিছু নেই, হোয়াটসঅ্যাপে চাইলেই বিভিন্ন রঙের পটভূমি যুক্ত করা যায়। এমনকি নিজের কোনো ছবিও পটভূমিতে ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে হোয়াটসঅ্যাপের পটভূমি পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক—

আরও পড়ুন

পটভূমি পরিবর্তনের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা চ্যাটস অপশনে ক্লিক করে ওয়ালপেপার অপশন নির্বাচন করতে হবে। এবার চেঞ্জ বাটনে ট্যাপ করে পরবর্তী পেজ থেকে পছন্দের ওয়ালপেপার নির্বাচন করতে হবে। চাইলে ফোনের গ্যালারিতে থাকা ছবিও নির্বাচন করা যাবে। এরপর চেঞ্জ অপশনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের নতুন পটভূমির প্রিভিউ দেখা যাবে। এরপর সেট বাটনে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের পটভূমি পরিবর্তন হয়ে যাবে।

আরও পড়ুন