আইফোনে লুকানো অ্যাপ থাকলে খুঁজে বের করবেন যেভাবে
গোপনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা ম্যালওয়্যারযুক্ত অ্যাপ প্রবেশ করিয়ে দূর থেকে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনে থাকা তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীরা। এর ফলে তথ্য বেহাত হওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এমনকি বিভিন্ন ধরনের হয়রানি ও ব্ল্যাকমেলের মুখোমুখি হতে হয়। অনেকে আবার নিজেরাই বিভিন্ন প্রয়োজনে নির্দিষ্ট অ্যাপ লুকিয়ে রাখলেও পরে প্রয়োজনের সময় তা খুঁজে পান না। তবে চাইলে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আইফোনে থাকা লুকানো অ্যাপ খুঁজে পাওয়া যায়।
আইফোনে লুকানো অ্যাপগুলো সাধারণত বিভিন্ন ফোল্ডারের ভেতরে থাকে, এর ফলে সহজে শনাক্ত করা যায় না। আর তাই প্রথমেই আইফোনে থাকা অ্যাপ লাইব্রেরি পরীক্ষা করে দেখতে হবে, সেখানে কোনো অপরিচিত অ্যাপ আছে কি না। যদি কোনো অ্যাপ আপনার হোম স্ক্রিনে দৃশ্যমান না হয়, তাহলে সেটি অ্যাপ লাইব্রেরিতে থাকতে পারে। এ ছাড়া অ্যাপ্লিকেশন বিভাগে সমস্ত ইনস্টল করা অ্যাপের বর্ণানুক্রমিক তালিকা পাওয়া যায়। এর ফলে তালিকায় অপরিচিত অ্যাপ থাকলে সহজেই জানা সম্ভব।
হিডেন অ্যাপ ফোল্ডারে লুকানো অ্যাপের তালিকা দেখার পাশাপাশি নির্দিষ্ট অ্যাপ পুনরায় আইফোনের হোম স্ক্রিনে নিয়ে আসা যায়। এ জন্য নির্দিষ্ট অ্যাপ আইকনে কিছুক্ষণ চেপে ধরে ‘অ্যাড টু হোম স্ক্রিন’ নির্বাচন করলেই তা আইফোনের হোম স্ক্রিনে দেখা যাবে।