গুগলের সার্কেল টু সার্চ দিয়ে ফোনের পর্দায় থাকা লেখা অনুবাদ করবেন যেভাবে

গুগলের সার্কেল টু সার্চ সুবিধাগুগল

সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য ‘সার্কেল টু সার্চ’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে গুগল। এই সুবিধার মাধ্যমে ফোনের পর্দায় যেকোনো লেখা বা ভিডিওতে সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের ফলাফল দেখা যায়। ফলে ব্যবহারকারীরা যেকোনো লেখাপড়া বা ভিডিও দেখার সময় সহজেই সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন। তথ্য দেখার পাশাপাশি সার্কেল টু সার্চ ব্যবহার করে ফোনের পর্দায় থাকা বিভিন্ন কনটেন্ট বা আধেয়র লেখা অনুবাদও করা যায়। ফলে লেখা অনুবাদের জন্য অন্য ওয়েবসাইটে যাওয়ার দরকার হয় না। সার্কেল টু সার্চে অনুবাদ সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

সার্কেল টু সার্চে অনুবাদ সুবিধা ব্যবহারের জন্য ফোনে লেখাপড়ার সময় পর্দার নিচের মাঝখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর একটি পপআপের মাধ্যমে সার্কেল টু সার্চ বক্স চালু হলে নিচের ডানদিকে থাকা ট্রান্সলেট আইকনে ট্যাপ করতে হবে। ফোনের লেখার ভাষা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার পর যে ভাষায় অনুবাদ করতে হবে, সেটি ডানদিকের বাটনে নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত ভাষায় পর্দায় অনুবাদ করা লেখা দেখা যাবে। ফোনের হোমস্ক্রিন, ব্রাউজার বা যেকোনো অ্যাপ ব্যবহারের সময় সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যাবে। সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই হালনাগাদ করা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।