গুগল ফটোজ থেকে মুছে ফেলা ভিডিও উদ্ধার করবেন যেভাবে

গুগল ফটোজছবি: গুগল

অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে গুগল ফটোজ বেশ জনপ্রিয়। গুগল ফটোজে ছবির পাশাপাশি ভিডিও–ও সংরক্ষণ করা যায়। কিন্তু কখনো কখনো গুগল ফটোজ থেকে অপ্রয়োজনীয় ভিডিও মুছে ফেলার সময় মনের ভুলে গুরুত্বপূর্ণ ভিডিও মুছে ফেলেন কেউ কেউ। ফলে পরবর্তী সময়ে বেশ সমস্যা হয়। তবে চাইলে মুছে ফেলা ভিডিও ফিরিয়ে আনা যায় গুগল ফটোজে। মুছে ফেলা ভিডিও ফিরিয়ে আনার পদ্ধতি দেখে নেওয়া যাক।

মুছে ফেলা ভিডিও ফিরিয়ে আনার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা লাইব্রেরি অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা ‘বিন’ অপশনে প্রবেশ করলেই মুছে ফেলা ভিডিওর তালিকা দেখা যাবে। এবার যে ভিডিও ফিরিয়ে আনতে হবে সেটি নির্বাচন করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর নিচে থাকা ‘রিস্টোর’ অপশনে ক্লিক করলেই ভিডিওটি আগের তারিখ অনুযায়ী গুগল ফটোজে পাওয়া যাবে। গুগল ফটোজে ছবি বা ভিডিও মুছে ফেলার ৬০ দিন পর পর্যন্ত ফিরিয়ে আনা যায়। এরপর সেগুলো স্থায়ীভাবে মুছে যায়। ফলে নির্দিষ্ট সময়সীমার পর মুছে ফেলা ভিডিও ফিরিয়ে আনা যায় না।

আরও পড়ুন