চ্যাটজিপিটি, জেমিনি এআইয়ের তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে
চ্যাটজিপিটিসহ অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে প্রশিক্ষণের কাজে ব্যবহার করে থাকে। কিন্তু এসব তথ্য ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে চাইলেই চ্যাটজিপিটি ও জেমিনি এআই চ্যাটবটে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা যায়। চ্যাটজিপিটি ও জেমিনি এআইয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।
চ্যাটজিপিটি
স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করতে হবে। এবার ওপরের বাঁয়ে থাকা দুটি রেখা আইকনে ট্যাপ করে নিচে নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা ‘ডেটা কন্ট্রোল’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান ও ইমপ্রুভ ভয়েস ফর এভরিওয়ান’ অপশনের পাশে থাকা টগল বন্ধ করে দিতে হবে। চ্যাট ইতিহাস বন্ধ করতে চাইলে ‘ক্লিয়ার চ্যাট হিস্ট্রি’ অপশন নির্বাচন করতে হবে।
জেমিনি এআই
তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য ওয়েব ব্রাউজার থেকে জেমিনি এআইয়ের ওয়েবসাইট বা স্মার্টফোন থেকে জেমিনি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের বাঁয়ে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ‘অ্যাকটিভিটি’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘জেমিনি অ্যাপ অ্যাকটিভিটি’ অপশনের পাশে থাকা বাটনে ‘টার্ন অফ অ্যান্ড ডিলিট’ নির্বাচন করতে হবে। এরপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করে ‘ডিলিট’ বাটনে ট্যাপ করতে হবে।