মেসেঞ্জারে ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখাবেন যেভাবে
ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বার্তা, ছবি, ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। মাঝেমধ্যে কাজের প্রয়োজনে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে নিজের ফোনের পর্দায় চালু থাকা নির্দিষ্ট তথ্য বা পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখানোর প্রয়োজন হয়ে থাকে। মেসেঞ্জারে খুব সহজেই ভিডিও কল চালু থাকা অবস্থায় ফোনের পর্দা ভাগাভাগি (স্ক্রিন শেয়ার) করে অন্যদের দেখানো যায়। মেসেঞ্জারের ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানোর জন্য প্রথমে স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করে নির্দিষ্ট ব্যক্তির চ্যাটবক্স বা গ্রুপ চ্যাটবক্সে প্রবেশ করে ভিডিও কল চালু করতে হবে। এরপর নিচে থাকা অপশন থেকে ‘প্লাস ভিডিও’ আইকনে ট্যাপ করলেই একটি পপআপ বক্স দেখা যাবে। বক্সের নিচে ‘প্লে’, ‘শেয়ার’ ও ‘ওয়াচ’ নামের তিনটি অপশন পাওয়া যাবে। এবার ‘শেয়ার’ অপশনে ট্যাপ করে ‘স্টার্ট শেয়ারিং’ নির্বাচনের পর ‘স্টার্ট নাউ’ বাটনে ক্লিক করলেই ফোনের পর্দা ভিডিও কলের সঙ্গে যুক্ত এক বা একাধিক ব্যক্তি দেখতে পারবেন।