হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ
ছবি: রয়টার্স

হোয়াটসঅ্যাপে অনেকেই পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত ছবি আদান–প্রদান করেন। তবে অনলাইনে পারিবারিক বা সহকর্মীদের দলগত ছবি আদান–প্রদানে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এতে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি নিজেও নিরাপদ থাকা যায়। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর আগে চাইলেই ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তির চেহারা বা ছবির পটভূমি ঝাপসা করা যায়।

হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠানোর জন্য প্রথমে চ্যাট অপশনে প্রবেশ করে ছবি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা পেনসিল আইকনে ক্লিক করে নিচে থাকা ব্লার অপশন ট্যাপ করতে হবে। এবার ছবির নির্দিষ্ট স্থানে ঘষলেই ওই অংশ ঝাপসা হয়ে যাবে।