ইনস্টাগ্রাম পোস্ট ও রিলস ভিডিও ব্যক্তিগত করে রাখবেন যেভাবে
ইনস্টাগ্রামের পাবলিক পোস্ট বা রিলস ভিডিওগুলো চাইলে অন্য ব্যবহারকারীরা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করতে পারেন। ফলে পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও অন্যদের তৈরি ইনস্টাগ্রাম পোস্ট বা রিলস ভিডিও নিজেদের স্টোরিতে প্রকাশ করেন। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যা তৈরি হয়। তবে ইনস্টাগ্রামে নিজেদের পোস্ট বা রিলস ভিডিও ব্যক্তিগত করে রাখা যায়। এর ফলে অন্য ব্যবহারকারীরা চাইলেও সেগুলো তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করতে পারেন না। ইনস্টাগ্রামে পোস্ট ও রিলস ভিডিও ব্যক্তিগত করে রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক।
পোস্ট ও রিলস ভিডিও ব্যক্তিগত করে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে নিচের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রোফাইল পেজের ওপরের ডানদিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা ‘শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস’ নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘হোয়াট পিপল ক্যান শেয়ার’ অপশনের নিচে থাকা ‘অ্যালাউ পোস্ট অ্যান্ড রিল শেয়ারিং টু স্টোরিজ’–এর পাশে থাকা টগলটি বন্ধ করতে হবে।