আইফোন আসল না নকল, যাচাই করবেন যেভাবে

আইফোনরয়টার্স

অনেকেই অ্যাপলের অনুমোদিত বিক্রয়কেন্দ্রর বদলে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আইফোন কিনে ব্যবহার করেন। কেউ আবার পুরোনো আইফোনও কেনেন। ফোন ব্যবহারকারীদের অনেকের কাছেই আইফোনের চাহিদা বেশি থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান নকল আইফোন তৈরি করে বিক্রি করে থাকে। আর তাই অ্যাপলের অনুমোদিত বিক্রয়কেন্দ্রর বদলে অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আইফোন কেনার সময় তা আসল না নকল, তা অবশ্যই যাচাই করতে হবে।

আইফোন আসল না নকল, তা যাচাইয়ের জন্য প্রথমেই বক্সে থাকা আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরের সঙ্গে আইফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে হবে। আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে ক্লিক করে অ্যাবাউট নির্বাচন করলেই পর্দার নিচে আইএমইআই নম্বর দেখা যাবে। চাইলে *#০৬# চেপেও সরাসরি আইএমইআই নম্বর জানা যায়। বক্সের সঙ্গে আইএমইআই নম্বর না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।

আইএমইআই নম্বরের পাশাপাশি সিরিয়াল নম্বরের সাহায্যেও আইফোন নকল না আসল, তা জানা যায়। এ জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেলে ক্লিক করে অ্যাবাউট অপশন নির্বাচন করতে হবে। এবার সিরিয়াল নম্বরটি কপি করে অ্যাপলের checkcoverage.apple.com ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে পেস্ট করতে হবে। আইফোনের সার্ভারে থাকা নম্বরের সঙ্গে সিরিয়াল নম্বরটি মিলে গেলে আইফোনের মডেলসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। নকল হলে কোনো তথ্য দেখা যাবে না।