২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করে পাঠাবেন যেভাবে

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও আদান–প্রদানের পাশাপাশি পছন্দের বিভিন্ন পোস্টের লিংক পরিচিতদের পাঠান অনেকেই। তবে ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক ব্যক্তির কাছে পোস্টের লিংক পাঠানো বেশ ঝামেলার। ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরি করে সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। শুধু তা–ই নয়, কিউআর কোডের মাধ্যমে চাইলে নিজেদের পণ্যের বিভিন্ন প্রচারণাও চালানো যায়। ইনস্টাগ্রাম পোস্টের কিউআর কোড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

পোস্টের কিউআর কোড তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইলে বা ফিডে থাকা নির্দিষ্ট পোস্ট নির্বাচন করতে হবে। এরপর পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ওপরে প্রদর্শিত অপশন থেকে ‘কিউআর কোড’ অপশনে ক্লিক করলেই সেই পোস্টের কিউআর কোড তৈরি হয়ে যাবে। চাইলে কিউআর কোডের নিচে থাকা বিভিন্ন রং নির্বাচন করে কোডের রং পরিবর্তন করা যাবে।

এরপর নিচে থাকা ‘সেভ কিউআর কোড’ বাটনে ট্যাপ করলেই কিউআর কোডটি ফোনের গ্যালারিতে জমা হবে। ফোনের গ্যালারিতে থাকায় ইনস্টাগ্রামের পাশাপাশি চাইলেই কিউআর কোডটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ই–মেইলসহ বিভিন্ন মাধ্যমে অন্যদের পাঠানো যাবে।