হোয়াটসঅ্যাপের এই ৫ নিরাপত্তা–সুবিধা ব্যবহার করছেন তো?
বিনা মূল্যে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানের সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। আদান-প্রদান করা তথ্যসহ ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে রক্ষার জন্য বেশ কিছু নিরাপত্তা–সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। নিরাপত্তা–সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডিজঅ্যাপিয়ার মেসেজ
ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা নিরাপদে রাখতে সেগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বার্তা পাঠানোর সময় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সময় নির্ধারণ করা যায়। ফলে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তাগুলো প্রাপকের চ্যাট বক্সে নির্দিষ্ট সময় পর আর দেখা যায় না।
চ্যাটলক
হোয়াটসঅ্যাপের চ্যাটলক–সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা আঙুলের ছাপ ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্য লক করে রাখতে পারেন। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেই বার্তা বা ছবি দেখতে পারেন না।
এন্ড টু এন্ড এনক্রিপশন
হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু থাকলে পাঠানো বার্তা প্রাপক ছাড়া অন্য কেউ পড়তে পারেন না। ফলে আদান-প্রদান করা সব তথ্য নিরাপদ থাকে। এ সুবিধা চালুর জন্য অ্যাপের সেটিংসে প্রবেশ করে চ্যাটস নির্বাচনের পর চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করতে হবে। এরপর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ নির্বাচনের পর টার্ন অন অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড মনে রাখার পাশাপাশি কোনো জায়গায় লিখে রাখতে হবে। কারণ, নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড উদ্ধারের জন্য কোনো সাহায্য করে না হোয়াটসঅ্যাপ।
সংরক্ষণ করা তথ্য এনক্রিপশন
হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করা তথ্যও এনক্রিপশন করে রাখা যায়। ফলে ব্যাকআপে থাকা তথ্য নিরাপদে সংরক্ষণ করা সম্ভব। এ সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ অপশন থেকে পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা চালু করতে হবে।
স্প্যাম কল প্রটেকশন
স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ‘সাইলেন্স আননোন কলারস’ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধায় অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করা হলেও ফোনে রিং বাজে না। ফলে একাধিকবার চেষ্টার পর সাড়া না পাওয়ায় অপরিচিত নম্বর থেকে আসা কলের সংখ্যা কমে যায়। সাইলেন্স আননোন কলারস সুবিধায় অপরিচিত নম্বর থেকে করা কলের রিং না বাজলেও সেগুলোর তথ্য দেখা যায়। ফলে প্রয়োজন হলে পরে সেই নম্বরে কল করতে পারেন ব্যবহারকারীরা।
সূত্র: নিউজ১৮ ডটকম