হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি ও ভিডিও দিয়ে অন্যদের অসুবিধায় ফেলছেন না তো

হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি বা ভিডিও পাঠানোর আগে কিছু বিষয় মেনে চলতে হবেহোয়াটসঅ্যাপ

সামাজিক বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। হোয়াটসঅ্যাপে গ্রুপে অনেক সময় অপরিচিত মানুষেরাও সদস্য হতে পারেন। অনেকেই নিয়মিত অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও গ্রুপে শেয়ার করতে থাকেন। এমনিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি বা ভিডিও দিলেই সেগুলো স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হতে থাকে। ফলে ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ফোনের গতিও কমে যেতে পারে। আর তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি বা ভিডিও পাঠানোর আগে অন্যদের কথাও ভাবুন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ সাধারণত খোলা হয়ে নির্দিষ্ট কোনো বিষয় বা উপলক্ষ কেন্দ্র করে। এমন গ্রুপে অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও পাঠানো ঠিক নয়। এতে অনেকে বিব্রত ও বিরক্ত হতে পারেন। আবার একই ধরনের ছবি ও ভিডিও একাধিকবার দিলে অনেকেই বিরক্ত হন। আর তাই প্রয়োজন বা প্রাসঙ্গিকতা ছাড়া ছবি ও ভিডিও গ্রুপে পোস্ট না করাই ভালো।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যদের পোস্ট করা ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ সুবিধা বন্ধ করার উপায়ও আছে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চালু করে ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এবার সেটিংস থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশন নির্বাচন করতে হবে। মিডিয়া অটো ডাউনলোড অপশনের নিচে থাকা ‘হোয়েন ইউজিং মোবাইল ডেটা’ থেকে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও নামানোর সুবিধা বন্ধ করতে হবে। আপনি যদি স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করেন, তবে ‘হোয়েন কানেক্টেড অন ওয়াই–ফাই’ অপশন থেকে সুবিধাটি বন্ধ করতে হবে।

আরও পড়ুন