স্বয়ংক্রিয় ভিডিও তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কুইকভিড
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যাবে। ভিডিও তৈরি করতে পারে, এমন একাধিক এআই সিস্টেম একত্র করে একক একটি ওয়েব টুল চালু করা হয়েছে। এই টুল ব্যবহার করে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও স্ন্যাপচ্যাটের জন্য স্বয়ংক্রিয়ভাবে ছোট আকারের ভিডিও নির্মাণ করা যাবে। নতুন এ টুলের নাম কুইকভিড।
কুইকভিডে ছোট একটি শব্দ দেওয়া হলে এটি নিজস্ব লাইব্রেরি থেকে পটভূমির জন্য একটি ভিডিও বাছাই করবে। এরপর চিত্রনাট্য এবং কিওয়ার্ড লিখবে এবং ড্যাল-ই-২ দিয়ে তৈরি ছবিগুলো দিয়ে কভার বানাবে। পরে এতে ইউটিউবের ফ্রি মিউজিক লাইব্রেরি থেকে আবহসংগীত এবং কৃত্রিম ভয়েসওভার যোগ করবে।
কুইকভিডের নির্মাতা ড্যানিয়েল হাবিব বলেছেন, ভিডিও নির্মাতাদের তাদের ভক্তদের ‘ক্রমবর্ধমান’ চাহিদা মেটাতে সাহায্য করতে এ সেবা চালু করা হয়েছে।
সূত্র : টেক ক্রাঞ্চ