জিমেইলে জিআইএফ ছবি যুক্ত করবেন যেভাবে

জিমেইলআনস্প্ল্যাশ

ই-মেইল বার্তার সঙ্গে জিআইএফ বা গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাটে তৈরি অ্যানিমেশন ছবি ব্যবহার করেন অনেকেই। এর ফলে নির্দিষ্ট বিষয়ে বার্তা পাঠানোর পাশাপাশি নিজেদের অনুভূতি অন্যদের কাছে সহজে প্রকাশ করা যায়। জিমেইলে সহজে ই-মেইল বার্তার সঙ্গে জিআইএফ ছবি যুক্ত করা যায়।

জিমেইলে জিআইএফ ব্যবহারের জন্য প্রথমেই বিভিন্ন ওয়েবসাইট থেকে পছন্দের জিআইএফ কম্পিউটারে ডাউনলোড করে রাখতে হবে। এরপর জিমেইলে ই–মেইল লেখার পর নিচে থাকা ইনসার্ট ফটো আইকনে ক্লিক করতে হবে। এবার পরবর্তী পেজের আপলোড অপশনে ক্লিক করে কম্পিউটারে থাকা নির্দিষ্ট জিআইএফ ছবি নির্বাচন করে আপলোড করতে হবে। জিআইএফ ছবিটি অ্যাটাচমেন্ট হিসেবে নয়, সরাসরি ই–মেইল বার্তার নিচে যুক্ত হবে। এরপর জিআইএফ ছবির আকার নির্বাচন করে সেন্ড বাটনে ক্লিক করলেই জিআইএফযুক্ত ই-মেইল নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

আরও পড়ুন

আপলোড না করেও জিমেইলে জিআইএফ ছবি ব্যবহার করা যায়। এ জন্য প্রথমে অনলাইনে থাকা নির্দিষ্ট জিআইএফ ছবি নির্বাচন করতে হবে। এরপর জিআইএফ ছবির ওপর মাউসে ডান ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস অপশন নির্বাচন করতে হবে। এবার গতানুগতিক পদ্ধতিতে ই-মেইলে লেখার পর ইনসার্ট ফটো আইকনে ক্লিক করতে হবে। এবার পরবর্তী পেজের ওয়েব অ্যাড্রেস (ইউআরএল) অপশনে ক্লিক করে জিআইএফ ছবির কপি করা ইমেজ ঠিকানা পেস্ট করতে হবে। এরপর নিচে থাকা ইনসার্ট বাটনে ক্লিক করলেই ই–মেইলের সঙ্গে জিআইএফ যুক্ত করে পাঠানো যাবে।

আরও পড়ুন