ইলন মাস্ক কি সত্যিই বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করেন

ইলন মাস্করয়টার্স

আলোচিত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক অনলাইনে মানুষের বাক্‌স্বাধীনতার বিষয়ে বিভিন্ন সময় অনেক কথা বলেছেন। তবে সম্প্রতি ইলন মাস্কের বিভিন্ন কার্যক্রমে বাক্‌স্বাধীনতার বিষয়ে তাঁর বলা কথা ও কাজের মধ্যে বেশ অমিল দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে, মতের অমিলের কারণে অনেক অ্যাকাউন্ট বাতিল বা ব্লক করেছে এক্স।

ইলন মাস্ক নিজেকে মুক্ত ও স্বাধীন ব্যক্তি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। কিন্তু বিভিন্ন দেশের অনুরোধে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত বা মুছে ফেলেছে এক্স। এর ফলে মুখে বাক্‌স্বাধীনতার কথা বললেও ইলন মাস্ক এক্স ব্যবহারকারীদের বাক্‌স্বাধীনতা রক্ষায় সচেষ্ট নন বলে সমালোচনা করছেন অনেকে। সম্প্রতি এক্সের নতুন ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা গেছে, বছরের প্রথমার্ধে এক্সের ৫০ লাখ ৩০ হাজারের বেশি অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এ সংখ্যা আগের ট্রান্সপারেন্সি প্রতিবেদনের তুলনায় চার গুণ বেশি।

আরও পড়ুন

সম্প্রতি মার্কিন সাংবাদিক কেন ক্লিপেনস্টাইনের অ্যাকাউন্ট স্থগিত করেছে এক্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে তথ্য প্রকাশের পরপরই তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হয়। ইলন মাস্ক মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে সমর্থন করছেন। ট্রাম্প জয়ী হলে মন্ত্রিসভায় দেখা যেতে পারে ইলন মাস্ককে—এমনও গুঞ্জন রয়েছে। তাই অনেকের ধারণা, ডোনাল্ড ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে তথ্য প্রকাশের কারণেই কেন ক্লিপেনস্টাইনের অ্যাকাউন্ট স্থগিত করেছে এক্স।

প্রসঙ্গত, মাস্ক টুইটার অধিগ্রহণের পর আগে স্থগিত করা অনেক অ্যাকাউন্ট আবার চালু করার সুযোগ দেন। সেই তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টও ছিল।

সূত্র: বিজনেস ইনসাইডার