সাবেক শিক্ষানবিশের বিরুদ্ধে বাইটড্যান্সের মামলা
ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্প নষ্ট করার অভিযোগে সাবেক শিক্ষানবিশ তিয়ান কেয়ুর বিরুদ্ধে মামলা করেছে। চীনের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্স তিয়ানের কাছে ৮০ লাখ ইউয়ান (প্রায় ১১ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে এবং একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। মামলাটি বেইজিংয়ের হাইডিয়ান জেলা আদালতে গ্রহণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিয়ান এআই প্রশিক্ষণ প্রকল্পের কোডে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করেছেন, যা প্রকল্পটির অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।
বাইটড্যান্স এক বিবৃতিতে জানিয়েছে, তিয়ানকে গত আগস্টে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তিনি মডেল প্রশিক্ষণ কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে ব্যাঘাত ঘটিয়েছেন। একই বিবৃতিতে তারা এ–ও জানায়, প্রকল্পটিতে আট হাজার জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক কোটি ডলার লোকসান হয়েছে—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও অতিরঞ্জিত। প্রতিষ্ঠানটি আরও দাবি করে, তিয়ান নিজেকে এআই ল্যাবের কর্মী হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি অন্য একটি বাণিজ্যিক প্রযুক্তি দলের সদস্য ছিলেন।
এদিকে এআই প্রযুক্তির উন্নয়নে বাইটড্যান্স বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে কাজ করছে। টিকটকে এরই মধ্যে এআই-নির্ভর ডিজিটাল অ্যাভাটার ও বিজ্ঞাপনের জন্য উন্নত এআই টুল চালু করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিকানাধীন শক্তিশালী ওয়েব ক্রলার বাইটস্পাইডার নিয়েও আলোচনা চলছে।
সূত্র: ম্যাশেবল