প্রযুক্তির এই দিনে: ১৫ সেপ্টেম্বর
দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারির যাত্রা শুরু
অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারি বা এসিএম বিশ্বের কম্পিউটার পেশাজীবীদের সবচেয়ে শক্তিশালী সংগঠন। ১৯৪৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এসিএমের সদস্যসংখ্যা এখন ১ লাখ ১০ হাজার।
১৫ সেপ্টেম্বর ১৯৪৭
দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারি প্রতিষ্ঠিত
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট বা আইসিপিসি’ বাংলাদেশেও যথেষ্ট পরিচিত। গত বছর আইসিপিসির চূড়ান্ত পর্ব হয়েছে ঢাকায়। আইসিপিসির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এসিএমের নাম থাকে শিরোনামে। এসিএম মানে হলো অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারি। বিশ্বের কম্পিউটার পেশাজীবীদের সবচেয়ে শক্তিশালী সংগঠন এসিএম। ১৯৪৭ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শতাধিক দেশ থেকে এসিএমের সদস্যসংখ্যা ১ লাখ ১০ হাজার।
প্রোগ্রামিং প্রতিযোগিতার কথা তো বলা হলো; এ ছাড়া কম্পিউটার প্রযুক্তির তথ্য বিনিময় করতে এসিএম নিয়মিত সম্মেলন ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন করে থাকে।
এসিএমের সদর দপ্তর নিউইয়র্ক সিটির টাইম স্কয়ারে ১৬০১ ব্রডওয়ে ঠিকানায় অবস্থিত। এসিএম সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়।
১৫ সেপ্টেম্বর ১৯৯৫
হ্যাকারস চলচ্চিত্র মুক্তি পায়
ক্রাইম থ্রিলার ঘরানার হলিউডি চলচ্চিত্র হ্যাকারস মুক্তি পায়। আয়ান সফটলি পরিচালিত এ চলচ্চিত্রে জনি লি মিলার, অ্যাঞ্জেলিনা জোলি, জেসে ব্র্যাডফোর্ড, ম্যাথিউ লিলার্ড, লরেন্স ম্যাসন, রেনোলি স্যান্তিয়াগো, লরেইন ব্র্যাক্কো ও ফিশার স্টিভেন্স অভিনয় করেন।
হাইস্কুলপড়ুয়া একদল হ্যাকার এবং তাদের চুরির ঘটনায় জড়িয়ে পড়া নিয়ে গড়ে উঠেছে ‘হ্যাকারস’–এর কাহিনি। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যখন এই ছবি মুক্তি পায়, তখন ইন্টারনেট সাধারণ মানুষের মধ্যে সবে জনপ্রিয় হয়ে উঠছে।
ইন্টারনেটের সর্বজনীন দুনিয়ার একটি প্রতিফলন দেখা যায় এই ছবির চরিত্রগুলোর বয়ানে। ছবিতে হ্যাকাররা তাদের ঘোষণাপত্রে বলে, ‘এটি এখন আমাদের দুনিয়া...এটি ইলেকট্রন ও সুইচের পৃথিবী...,। আমরা এখানে কোনো বর্ণ–ধর্ম–গোত্র পরিচয় ছাড়াই বেঁচে আছি। কোনো ধর্মের প্রতি পক্ষপাত করি না। হ্যাঁ, আমি একজন অপরাধী। আমার এই অপরাধ এক ধরনের কৌতূহল।’
‘হ্যাকারস’ চলচ্চিত্র মিশ্র প্রতিক্রিয়া পায় সমালোচকদের কাছ থেকে। বক্স অফিসেও তেমন সাড়া জাগাতে পারেনি। ২ কোটি মার্কিন ডলারে নির্মিত ছবিটি আয় করেছিল ৭০ লাখ ডলার। তবে ‘কাল্ট ক্ল্যাসিক’ তকমা পেয়েছে ১০৭ মিনিটের হ্যাকারস।
১৫ সেপ্টেম্বর ১৯৯৭
গুগল ডটকম ডোমেইনের নিবন্ধন
সের্গেই ব্রিন ও ল্যারি পেজ তাঁদের সার্চ ইঞ্জিন ব্যাকরাবের নাম বদলে গুগল রাখেন এবং গুগল ডটকম ডোমেইন নিবন্ধন করেন। তবে ডোমেইন নিবন্ধনের পর এক বছর গুগল তাদের কোনো ওয়েবসাইট চালু করেনি। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগল ডটকম ওয়েবসাইট চালু হয়। এই তারিখকে গুগল তাদের জন্মদিন বলে উল্লেখ করে।