জরুরি প্রয়োজনে এলাকাভিত্তিক রক্তদাতার খোঁজ দিতে সক্ষম অ্যাপের ধারণা প্রণয়ন করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী সুমাইয়া তাসনীম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মালিহা বিনতে ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ফারহান মাসুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এহসানুল হক। তাঁদের দলের নাম উই শোড আপ। এই দলটি মুঠোফোন সংযোগদাতা বাংলালিংক আয়োজিত ইনোভেটর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিজয়ী হিসেবে দলের সদস্যরা নেদারল্যান্ডসের আমস্টার্ডামে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের কার্যালয় পরিদর্শন করবেন। পাশাপাশি দলটি বাংলালিংকের স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ‘দা কনট্রাইভার্স’ এবং ‘টিম সুপারলেটিভস’ দল। বাংলালিংকের স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবে দলদুটির সদস্যরা।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত আসরে মোট পাঁচটি দল নিজেদের পরিকল্পনা উপস্থাপন করে। দলগুলোর পরিকল্পনা মূল্যায়ন করে সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা।
অনুষ্ঠানে জানানো হয়, তিন মাসব্যাপী চলা এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান তরুণ-তরুণীরা অংশ নিয়েছেন। বুট ক্যাম্প ও কর্মশালার মাধ্যমে নিজেদের পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির সুযোগও পেয়েছেন অংশগ্রহণকারীরা। বিভিন্ন পর্যায়ে বাছাইয়ের পর সেরা দলগুলো প্রতিযোগিতার চূড়ান্ত আসরে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করেছে।
ইনোভেটর্সের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘তরুণদের কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য তাদের প্রস্তুত করে তুলতে হবে। সরকার তরুণদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের একার পক্ষ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এ জন্য বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং প্রধান মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মনজুলা মোরশেদ।