চট্টগ্রামে হলো বিপিও সামিট ও চাকরির মেলা

চট্টগ্রামের আয়োজনে জেলা প্রশাসকের হাতে বাক্কোর পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হচ্ছে
সংগৃহীত

বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত আয়োজন বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। দেশে বিপিও শিল্পের সবচেয়ে বড় সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ ২০২৩–এর আগে দেশের বিভাগীয় শহরগুলোতে এ রকম আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এই সম্মেলনের আয়োজক।

চট্টগ্রামের সম্মলেনের সভাপতি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে আমরা চট্টগ্রামকে বিনির্মাণ করতে চাই। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আমরা ১২৭টি আইডিয়া সংগ্রহ করেছি, যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০টি আইডিয়া বাছাই করেছি বাস্তবায়নের জন্য। স্মার্ট স্কুলবাস, পটিয়া আশ্রয়ণ প্রকল্প বা শেখ হাসিনা স্মার্ট ভিলেজ নির্মাণ, স্মার্ট অ্যাগ্রিকালচার ইক্যুইপমেন্ট অ্যান্ড স্মার্ট লেবার পুল, লাইসেন্সিংয়ের জন্য স্মার্ট অ্যাপ তৈরি—এসব আইডিয়ার মধ্যে রয়েছে।

বিভাগীয় সম্মেলনে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ এবং প্রশাসন) মো. মিজানুর রহমান, বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, পরিচালক ফজলুল হক ও এ কে এম আহমেদুল ইসলাম, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাহী সদস্য এস এম ইমদাদুল হকসহ অনেকে।

সম্মেলনের পাশাপাশি পেশাগত কাউন্সেলিং, জীবনবৃত্তান্ত সংগ্রহ ও চাকরির মেলাও অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিপিও সামিটের অংশ হিসেবে একটি নীতিগত সংলাপের আয়োজনও করা হয়। এতে জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

বাক্কোর উদ্যোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহযোগিতায় দেশব্যাপী চলছে বিপিও সামিটের কার্যক্রম।