তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সম্মেলনে ‘স্মার্ট সমাজ’ গড়ে তোলার তাগিদ
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় তথ্যপ্রযুক্তি (আইটি) সম্মেলন শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন খাতে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতে বাংলাদেশ এখন ১৪০ কোটি মার্কিন ডলার আয় করে। প্রায় ছয় লাখ তরুণ–তরুণী ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। সরকার এরই মধ্যে সারা দেশের বিদ্যালয়গুলোয় ১৩ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ তৈরি করে দিয়েছে। ২০২৫ সালের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ল্যাব তৈরি করার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনে ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বলেন, দেশের উন্নয়নে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। বর্তমানে ১২ কোটি মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় রয়েছেন। স্কাইলার্ক সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম শরীফ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিতে দক্ষ জনবলের বিকল্প নেই।
সম্মেলনে বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট সালেহ মোবিন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে। স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট অর্থনীতি, সর্বোপরি স্মার্ট সমাজ তৈরি করতে হবে।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের পরিচালক জুলফিকার রহমান, কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হেড অব আইসিটি মুশফিকুর রহমান, এ অ্যান্ড এ কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহজেব ইবনে হোসেন এবং ব্রাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও অ্যাপ্লিকেশন প্রধান মনতোষ রায়।
সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল স্কাইলার্ক সফট লিমিটেড, ফিউশান ইনফোটেক লিমিটেড, এক্সেস টেলিকম বিডি লিমিটেড, স্মার্ট গ্রুপ, এনজি আইটি লিমিটেড ও পিপলস এইচআর। ডিজিটাল অংশীদার ছিল ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল।
বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। বর্তমানে এই ক্লাবের সদস্য ১০ হাজারের বেশি। ক্লাবটির লক্ষ্য, পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে কর্মশালা, সেমিনারের আয়োজন করা। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।