আইফোনে স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল ব্লক করার সুবিধা আনল ট্রুকলার

আইফোন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় কল ব্লক করার সুবিধা চালু করেছে ট্রুকলারট্রুকলার

বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত অডিও কল করে থাকে। এসব স্প্যাম কলের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম কলের কারণে প্রতারণার শিকারও হন অনেকে। এ সমস্যা সমাধানে আইফোন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় কল ব্লক করার সুবিধা চালু করেছে ট্রুকলার। ‘অটো ব্লক স্প্যাম’ নামের এ সুবিধা চালু থাকলে যেসব ফোন নম্বর থেকে স্প্যাম কল, পণ্য বা সেবার প্রচারণা চালানো হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপটি। এর ফলে কল গ্রহণ করার পর স্প্যাম কল করা ফোন নম্বর ব্লক করতে হবে না।

ট্রুকলারের তথ্যমতে, অটো ব্লক স্প্যাম–সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা ফোনকলগুলোতে স্ক্যামার বা ফ্রড লেবেল যুক্ত করা থাকবে। এর ফলে ব্যবহারকারীরা আগে থেকেই সতর্ক হতে পারবেন। প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।

আরও পড়ুন

সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।

আরও পড়ুন

প্রসঙ্গত, আইওএস অপারেটিং সিস্টেমের গোপনীয়তা ও নিরাপত্তায় ট্রুকলারের অনেক সেবা আইফোনে সীমাবদ্ধ করা থাকে। কারণ, আইফোনে থার্ড পার্টি কোনো অ্যাপ ফোনকল ও এসএমএসের তথ্য জানতে পারে না। তবে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য ধীরে ধীরে বেশ কিছু সুবিধা উন্মুক্ত করছে ট্রুকলার।
সূত্র: ইন্ডিয়া টুডে