২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্রোম ব্রাউজারে থাকা আরও একটি ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটি ঠিক করল গুগল

ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগলরয়টার্স

বছরজুড়ে ক্রোম ব্রাউজারের নিরাপত্তাত্রুটি নিয়ে বেশ সমস্যায় পড়েছে গুগল। সমস্যা সমাধানে কিছুদিন পরপরই একাধিক নিরাপত্তা ত্রুটি সমাধান করে ব্রাউজারের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। কিন্তু ‘জিরো ডে’ ত্রুটি শনাক্ত হওয়ার পর চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা সম্ভব হয় না। ফলে হ্যাকাররা ত্রুটিটি ব্যবহার করে সাইবার হামলা চালাতে পারে। এবার ক্রোম ব্রাউজারে থাকা আরও একটি ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এ নিয়ে এ বছর মোট পাঁচটি ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করল গুগল।

গুগলের তথ্যমতে, ‘সিভিই-২০২৩-৫২১৭’ নামের ত্রুটিটি ছিল ভয়ংকর। ভিডিও কোডেক লাইব্রেরিতে থাকা এ ত্রুটি ব্যবহার করে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে কোড পাঠিয়ে সাইবার হামলা চালানো যেত। পুরোনো সব সংস্করণে এই নিরাপত্তা ত্রুটি থেকে যাওয়ায় ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজার হালনাগাদ করতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের সদস্য ক্লেমেন্ট লেসিগনে এই ত্রুটি শনাক্ত করেন। বিষয়টি জানার পরপরই দ্রুত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ১১৭.০.৫৯৩৮.১৩২ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।
সূত্র: ব্লিপিং কম্পিউটার