প্রযুক্তির এই দিনে: ৭ মার্চ
দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম প্রসেসর ছাড়ে ইন্টেল
পেন্টিয়াম সিরিজের দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম টু প্রসেসর বাজারে ছাড়ে শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন।
৭ মার্চ ১৯৯৪
দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম প্রসেসর ছাড়ে ইন্টেল
পেন্টিয়াম সিরিজের দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম টু প্রসেসর বাজারে ছাড়ে শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন। এই প্রসেসরে মোবাইল ডিক্সন কেসে ৭৫ লাখ ট্রানজিস্টরের সমাবেশ ঘটায় ইন্টেল। ডিক্সনের ছিল ২৫৬ কিলোবাইট অন–ডাই এল–২ ক্যাশ। ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে ছিল পেন্টিয়াম টু প্রসেসর। পরে এর উত্তরসূরি হিসেবে ইন্টেল বাজারে আনে পেন্টিয়াম থ্রি ও সেলেরন প্রসেসর।
সূত্র: কম্পিউটার হোপ
৭ মার্চ ১৯৯৭
ইন্টারনেটে জমা দেওয়া উত্তর জিতল ‘নিওলজিজম’ কুইজ
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট–এর বব লেভিস ‘নিওলজিজম’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ইন্টারনেটে জমা দেওয়া উত্তর পুরস্কার জেতে। নিওলজিজম হলো নতুন কোনো শব্দ কিংবা প্রচলিত শব্দকে নতুন অর্থে প্রয়োগের কৌশল। ওয়াশিংটন পোস্টে নিওলজিজম প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। সেবার প্রতিযোগীদের বলা হয়েছিল, ওয়াশিংটন নিয়ে নেতিবাচক নতুন একটি শব্দ পাঠাতে। প্রতিযোগী স্কট বারোজ প্রতিযোগিতার সময় শেষ হওয়ার ১১ মিনিট আগে ‘স্কোয়াশিংটন’ শব্দটি জমা দিয়েছিলেন ইন্টারনেটের মাধ্যমে। আর ইন্টারনেটে জমা দেওয়া শব্দ হিসেবে বিজয়ী হয়েছিল বারোজের স্কোয়াশিংটন।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি