মানুষের আবেগ বুঝতে পারবে রোবট
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রোবটও ধীরে ধীরে মানুষের মতো বিভিন্ন কাজ করার দক্ষতা অর্জন করছে। সম্প্রতি জাপানের টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নতুন এক কৌশল আবিষ্কার করেছেন, যার মাধ্যমে ভবিষ্যতে রোবটও মানুষের আবেগ বুঝতে পারবে। আইইইই অ্যাকসেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা মানুষের আবেগ শনাক্ত করতে ত্বকের পরিবাহিতা ব্যবহার করার সম্ভাবনা তুলে ধরেছেন।
টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আবিষ্কার করা কৌশলের মাধ্যমে মানুষের ত্বকের বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা বিশ্লেষণ করে মানসিক অবস্থা সম্পর্কে জানা যায়। ফলে মানুষের ঘামের ধরন বুঝে শারীরবৃত্তীয় বিভিন্ন প্রতিক্রিয়া, যেমন ভয়, হাস্যরস বা পারিবারিক বন্ধনের মতো আবেগ শনাক্ত করা সম্ভব। তাই ভবিষ্যতে মানুষের শরীরের ঘাম বিশ্লেষণ করে নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরি হচ্ছে।
শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সংকেত ত্বক থেকে পাওয়া যায়। হৃৎস্পন্দন বা মস্তিষ্কের কার্যকলাপ, আবেগ শনাক্তকরণের বিষয় সম্পর্কেও জানা সম্ভব। গবেষণায় দেখা গেছে, ভয় পেলে সেন্সরে প্রতিক্রিয়া দীর্ঘ সময় ধরে থাকে। আবার কৌতুক বা হাস্যরসের সময় দ্রুত কিন্তু স্বল্পস্থায়ী প্রতিক্রিয়া দেখা যায়। তাই ত্বকের পরিবাহিতার বিষয়টি জানার চেষ্টা করেন বিজ্ঞানীরা।
নতুন এ গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে ভবিষ্যতে মানুষের ত্বকের তথ্য বিশ্লেষণের মাধ্যমে রোবট মানুষের আবেগ বুঝতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণভাবে আবেগ শনাক্তকরণের জন্য প্রচলিত পদ্ধতি বেশ ত্রুটিপূর্ণ। এ ক্ষেত্রে ত্বকের পরিবাহিতা বেশি নির্ভরযোগ্য। বিজ্ঞানীরা ত্বকনির্ভর আবেগগত তথ্য বিশ্লেষণ করে শারীরবৃত্তীয় সংকেতের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করতে আগ্রহী।
সূত্র: গ্যাজেটস৩৬০