এবার চ্যাটবট চালু করল ভাইবার
ব্যবহারকারীদের সহজে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ দিতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) নতুন চ্যাটবট উন্মোচন করেছে ভাইবার। ‘এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট’ নামের এই চ্যাটবটে দুটি অপশন রয়েছে। একটি দিয়ে বার্তা লেখা এবং অন্যটি দিয়ে ছবি তৈরি করা যায়। ফলে সহজেই বিভিন্ন বার্তা লেখার পাশাপাশি ছবিও তৈরি করা সম্ভব ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে।
ভাইবার অ্যাপের এক্সপ্লোর পেজের চ্যাট অপশনে সার্চ করলেই এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট নামের চ্যাটবটটি পাওয়া যাবে। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে নিবন্ধন করলেই ব্যবহার করা সম্ভব চ্যাটবটটি। তাই ইতিমধ্যে ৭০ হাজারের বেশি ব্যক্তি চ্যাটবটটি ব্যবহার করছেন।
ভাইবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ওফির ইয়াল জানিয়েছেন, বর্তমানে প্রযুক্তিবিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে এ প্রযুক্তির সব সুবিধা অনেকেই সহজে ব্যবহার করতে পারেন না। তাই নিজেদের অ্যাপেই কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার চ্যাটবট যুক্ত করেছে ভাইবার।