আইএফএ প্রদর্শনীতে নতুন প্রযুক্তি ও পণ্য

জার্মানির বার্লিনে চলছে আইএফএ প্রদর্শনীএএফপি

জার্মানির বার্লিনে শুরু হয়েছে আইএফএ প্রদর্শনী। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক এ বাণিজ্য প্রদর্শনীতে প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের দেখা মিলেছে। আর তাই দর্শকেরা নতুন প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি পরখও করে দেখছেন। প্রদর্শনীতে আসা উল্লেখযোগ্য প্রযুক্তি ও পণ্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্মার্টফোনের জন্য তারহীন চার্জার

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি মডেলের তারহীন চার্জার আনার ঘোষণা দিয়েছে মফি। ১৫ ওয়াটের এই তারহীন চার্জারগুলো আগামী বছর বাজারে আসতে পারে। স্ন্যাপ প্লাস পাওয়ার স্টেশন মিনি স্ট্যান্ড, স্ন্যাপ প্লাস থ্রি ইন ওয়ান স্ট্যান্ড এবং স্ন্যাপ প্লাস ওয়্যারলেস চার্জিং ভেন্ট মাউন্ট-মডেলের এই চার্জারগুলোর দাম ৭০ থেকে ১৩০ ডলার।

ভি পার্স
অনার

পার্সের আদলে ভাঁজ করা ফোন

ভি পার্স নামে নতুন একটি স্মার্টফোন প্রদর্শন করছে অনার। পার্সের আদলে তৈরি ভাঁজ করা (ফোল্ডেবল) ফোনটি মূলত ফ্যাশন সচেতন নারীদের জন্য তৈরি করা হয়েছে। ভি পার্স ছাড়াও ম্যাজিক ভি টু নামের আরও একটি স্মার্টফোন প্রদর্শন করছে অনার।

ঘরের নিরাপত্তায় ইয়েলের নতুন প্রযুক্তি

ঘরের নিরাপত্তায় ভিডিও ডোরবেল ছাড়াও স্মার্ট অ্যালার্ম প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে ইয়েল। নতুন এ প্রযুক্তিতে বাড়ির ভেতর ও বাইরে স্মার্ট ক্যামেরা যুক্ত করা হবে। থাকবে স্মার্ট লকও। এর ফলে দরজায় সামনে কেউ এলে দূর থেকে তা দেখার পাশাপাশি দরজাও খুলে দেওয়া যাবে।

লিজেন গো
লেনোভো

লেনোভোর গেমিং যন্ত্র

লিজেন গো নামে নিজেদের প্রথম গেমিং হ্যান্ডহেল্ড আনার ঘোষণা দিয়েছে লেনোভো। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা হাতে ধরে রাখার উপযোগী যন্ত্রটি চলতি বছরের অক্টোবরে বাজারে আসতে পারে। এতে থাকবে ৮ দশমিক ৮ ইঞ্চির কিএইচডি প্লাস পর্দা। এএমডি রাইজেন জেড এক্সট্রিম প্রসেসরের এ যন্ত্রটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে।

গেমিং ল্যাপটপ

লেগিওন ৯আই মডেলের গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে লেনোভো। ল্যাপটপটি অক্টোবরে বাজারে আসতে পারে। ১৬ ইঞ্চি পর্দার গেমিং ল্যাপটপটিতে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে দীর্ঘ সময় গেম খেললেও ল্যাপটপ গরম হবে না।

স্যামসাং ফুড অ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রেসিপি অ্যাপ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। স্যামসাং ফুড নামের অ্যাপটিতে ১ লাখ ৬০ হাজারের বেশি রেসিপি রয়েছে। এটি ব্যক্তিগত সহকারীর মতোই ব্যবহারকারীকে নতুন খাবার তৈরিতে সাহায্য করবে।এমনকি অ্যাপটি দিয়ে খাবার তৈরির জন্য অনলাইন থেকে বিভিন্ন পণ্যও কেনা যাবে।  

ফোরকে প্রজেক্টর

ডলবি ভিশনসহ ফোরকে প্রযুক্তির প্রজেক্টর আনার ঘোষণা দিয়েছে এক্সগিমি। হরাইজন আলট্রা মডেলের এ প্রজেক্টরে ব্যবহার করা হয়েছে ডুয়াল লাইট লেজার প্রযুক্তি। প্রজেক্টরটিতে এলইডি হাইব্রিড আলো ব্যবহার করায় উজ্জ্বলতাও ২৭ গুণ বেশি হবে।

ভ্যাকুয়াম ক্লিনার

আইএফএ প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার প্রদর্শন করছে। ঘরের বা অফিসের মেঝে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত পরিষ্কার করতে পারে ভ্যাকুয়াম ক্লিনারগুলো।