মেটাভার্স দুনিয়া খাঁ খাঁ
মাত্র এক বছর আগে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তাঁর প্রতিষ্ঠানের ব্র্যান্ড নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন রাখেন। তিনি বলেন, তাঁদের লক্ষ্য ‘মেটাভার্স’ দুনিয়া। এই মেটাভার্স মূলত ভার্চ্যুয়াল এক জগৎ, যেখানে অনেক মানুষ একসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারেন। শুধু তা–ই নয়, ত্রিমাত্রিক অ্যাভাটারের (নিজের চেহারার আদলে ইমোজি) মাধ্যমে ভার্চ্যুয়াল দুনিয়ায় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু জাকারবার্গ যে আশায় তাঁর প্রতিষ্ঠানের রূপান্তর ঘটিয়েছিলেন, তা ব্যবহারকারীদের টানতে হিমশিম খাচ্ছে। অন্তত ফেসবুকের অভ্যন্তরীণ নথি সে কথাই বলছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা প্ল্যাটফর্মস থেকে ‘ওয়ার্ল্ডস’ নামের একটি বিনা মূল্যের ভার্চ্যুয়াল রিয়েলিটি অনলাইন গেম তৈরি করা হয়। কিন্তু ফেসবুকের কর্মকর্তারা যে প্রত্যাশা করেছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছে গেমটি। অভ্যন্তরীণ নথি বলছে, এ বছরের শেষ নাগাদ গেমটিতে মাসে ৫ লাখের বেশি ব্যবহারকারী হতে পারে বলে লক্ষ্য নির্ধারণ করেছিল মেটা। তবে প্রত্যাশামতো ব্যবহারকারী না হওয়ায় মেটার পক্ষ থেকে লক্ষ্য পুনর্নির্ধারণ করে ২ লাখ ৮০ হাজার করা হয়। অবশ্য জাকারবার্গ আগেই বলেছেন, মেটাভার্সের মতো নতুন প্রযুক্তিতে রূপান্তরের বিষয়টিতে রূপান্তরিত হতে কয়েক বছর সময় লাগবে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, বর্তমানে মেটাভার্স দুনিয়ার ব্যবহারকারী দুই লাখের কম। হরাইজন ওয়ার্ল্ডসের ভার্চ্যুয়াল দুনিয়ায় গেম খেলা থেকে শুরু করে অ্যাভাটারের মাধ্যমে একে অন্যের সঙ্গে আড্ডা দেওয়ার এবং নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান ব্যবহারকারীরা। ফেসবুকের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, হরাইজন ওয়ার্ল্ডসের ব্যবহারকারীরা বড়জোর এক মাস থাকেন। এরপর এটি ব্যবহার বন্ধ করে দেন। গত বসন্তের পর থেকে এতে ব্যবহারকারী ক্রমে কমছে।
হরাইজনের দুই লাখের কম ব্যবহারকারীর তুলনায় মেটার জনপ্রিয় পণ্য হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৩৫০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও বলেছেন, হরাইজনের যে বিশাল ভার্চ্যুয়াল দুনিয়া তৈরি করা হয়েছে, সেখানে অ্যাভাটার বা চরিত্র হিসেবে যাঁরা উপস্থিত হন ও অন্যদের সঙ্গে যোগাযোগ করেন, তাঁরা সেখানে খুব বেশি ঘাঁটাঘাঁটি করেন না। এখন পর্যন্ত মাত্র ৫০ জনের বেশি লোক ৯ শতাংশের বেশি এই ভার্চ্যুয়াল দুনিয়া ঘুরেছেন। কেউ কেউ কিছুই ঘোরেননি। গত মাসে এই প্ল্যাটফর্মে বেশ কিছু সফটওয়্যার ত্রুটিও দেখা যায়। এতে প্ল্যাটফর্মটি বন্ধ রাখতে হয়। ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত নতুন ফিচার আসার সম্ভাবনাও কম।
গত বছরের তুলনায় মেটার শেয়ারের দামও ৬০ শতাংশ পড়ে গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি ৭০০ বিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্য হারিয়েছে।
চলতি সপ্তাহে জাকারবার্গ ফেসবুকের নতুন ভিআর হেডসেট কুইস্ট প্রো উদ্বোধন করেছেন। এই উদ্ভাবনী মেটাভার্স দুনিয়ায় মান ঠিক করে দেবে বলে মনে করেন তিনি। এর দাম ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।