অ্যাপল ওয়াচ চার্জারে নিরাপত্তা ঝুঁকি, আপনার চার্জার নিরাপদ তো
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা সাবধান। বেলকিনের তৈরি অ্যাপল ওয়াচ চার্জার অতিরিক্ত গরম হয়ে আগুন ধরার পাশাপাশি বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে। বিষয়টি জানতে পেরে এরই মধ্যে নিজেদের তৈরি একটি মডেলের অ্যাপল ওয়াচ চার্জার বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে অ্যাপলের অনুমোদিত মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান বেলকিন।
বেলকিন জানিয়েছে, ‘বিপিডি ০০৫’ মডেলের চার্জারের উৎপাদনপ্রক্রিয়ায় একটি ত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটির কারণে চার্জারে থাকা লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। ফলে এটি ব্যবহার করা বিপজ্জনক। প্রত্যাহারকৃত চার্জারের মডেল নম্বর বিপিডি ০০৫। গত বছরের মে মাসে বাজারে আনা চার্জারটি দাহ্য বস্তু থেকে দূরে রাখতে হবে। কোনো অবস্থাতেই চার্জারটি ময়লার ঝুড়ি বা পুনর্ব্যবহারযোগ্য পণ্যের সঙ্গে রাখা যাবে না।
নিজেদের ওয়েবসাইট থেকে এরই মধ্যে বিপিডি ০০৫ মডেলের চার্জারের ছবি ও তথ্য সরিয়ে ফেলেছে বেলকিন। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিপিডি ০০৫ মডেলের চার্জারের কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতার কারণে অতি দ্রুত চার্জারটির ব্যবহার বন্ধ করে বেলকিনের ওয়েবসাইটে জানাতে হবে। বিপিডি ০০৫ মডেলের চার্জারের ক্রেতাদের অর্থও ফেরত দেওয়া হবে।
বেলকিন এর আগেও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২১ সালে আরও একটি মডেলের চার্জারে আগুন ধরা ও বৈদ্যুতিক শকের ঝুঁকি থাকায় বাজার থেকে প্রত্যাহার করা হয়েছিল। শুধু বেলকিন নয়, সম্প্রতি আরেকটি চার্জার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাংকারও তাদের কিছু পণ্য বাজার থেকে প্রত্যাহার করেছে। অ্যাংকার জানিয়েছে, ম্যাগগো ব্যাটারি (পাওয়ারকোর ১০ কে), পাওয়ার ব্যাংক এবং ম্যাগগো পাওয়ার ব্যাংক মডেলগুলোর লিথিয়াম ব্যাটারিতে ত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটির কারণে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে।
সূত্র: ডেইলি মেইল