মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই সফটওয়্যার আনছে গুগল

গুগলরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। ফলে এআইয়ের মাধ্যমে চাইলেও যুক্তিনির্ভর কোনো কাজ সঠিকভাবে করা যায় না। এ সমস্যা সমাধানে মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই সফটওয়্যার তৈরি করছে গুগল। গুগলের তথ্যমতে, নতুন এ সফটওয়্যারের মাধ্যমে জটিল গাণিতিক সমস্যার সমাধানসহ কম্পিউটার প্রোগ্রামিং দ্রুত করা যাবে। প্রচলিত এআই চ্যাটবটের তুলনায় নতুন সফটওয়্যারটি হবে আরও দক্ষ।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস ধরেই যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই সফটওয়্যার তৈরির কাজ করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সফটওয়্যারটিতে মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করার জন্য ‘চেইন অব থট প্রম্পটিং’ কৌশল ব্যবহার করা হচ্ছে। এই কৌশলের মাধ্যমে যেকোনো ফলাফল প্রদর্শনের আগে মানুষের মতোই সমস্যার একাধিক সমাধান বিবেচনা করবে সফটওয়্যারটি। এরপর ব্যবহারকারী, কাজের ধরন ও পরিবেশ বুঝে সঠিক ফলাফল দেখাবে।

আরও পড়ুন

গুগল এআইয়ের প্রধান ডেমিস হ্যাসাবিসের নেতৃত্বে তৈরি করা হচ্ছে সফটওয়্যারটি। বাজার বিশ্লেষকদের মতে, এই সফটওয়্যার তৈরির মাধ্যমে আবারও এআই প্রযুক্তি নিয়ে গুগল এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। কারণ, ওপেনএআই সম্প্রতি উন্নত প্রযুক্তির এআই মডেল আনার ঘোষণা দিয়েছে। এ মডেলটিকেও মানুষের মতোই বিচারবুদ্ধিসম্পন্ন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন