প্রযুক্তির এই দিনে: ২৪ জানুয়ারি
ম্যাকিনটোশ কম্পিউটার নিয়ে এল অ্যাপল
অভূতপূর্ব এক প্রচারণার মাধ্যমে অ্যাপল ইনকরপোরেটেড তাদের ম্যাকিনটোশ কম্পিউটার বাজারে নিয়ে আসে।
২৪ জানুয়ারি ১৯৮৪
অ্যাপল বাজারে নিয়ে এল ম্যাকিনটোশ কম্পিউটার
অভূতপূর্ব এক প্রচারণার মাধ্যমে অ্যাপল ইনকরপোরেটেড তাদের ম্যাকিনটোশ কম্পিউটার বাজারে নিয়ে আসে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সুপার বোল টুর্নামেন্টের ১৮তম আসরের সময় ম্যাকিনটোশ বাজারে ছাড়ার ঘোষণা দেন অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওয়জনিয়াক।
বিপুল সাড়া ফেলা ‘১৯৮৪’ টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ২২ জানুয়ারি শুরু হয় অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারের প্রচারণা। বৈপ্লবিক এই পারসোনাল কম্পিউটারের দাম ছিল প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার। এতে মোটোরোলার ৬৮০০০ মাইক্রোপ্রসেসর ও ১২৮ কিলোবাইটের র্যাম ব্যবহার করা হয়।
প্রযুক্তি দুনিয়ায় মূলত বিপ্লব ঘটায় ম্যাকিনটোশের ছবিভিত্তিক ব্যবহারবিধি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই)। জিইউআইয়ের কারণে শিক্ষাক্ষেত্রে ম্যাকিনটোশ জনপ্রিয় হয়ে ওঠে। বাজারে আসার প্রথম ১০০ দিনে ৭০ হাজার অ্যাপল ম্যাক কম্পিউটার বিক্রি হয়।
২৪ জানুয়ারি ১৮৫০
আইবিইএমের প্রতিষ্ঠাতা ফ্লিন্টের জন্ম
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের প্রতিষ্ঠাতা চার্লস র্যানলেট ফ্লিন্ট যুক্তরাষ্ট্রের টমাসটন শহরে জন্মগ্রহণ করেন। তিনি সি–টি–আর বা কম্পিউটিং–টেবুলেটিং–রেকর্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে ১৯২৪ সালে সি–টি–আরের নাম পরিবর্তন করে আইবিএম রাখা হয়। আইবিএম পৃথিবীর শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৩০ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ফ্লিন্ট আইবিএমের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৪ সালের ২৬ ফেব্রুয়ারি ফ্লিন্ট মারা যান।
২৪ জানুয়ারি ১৯৪৮
প্রদর্শনীর জন্য এসএএসইসি যন্ত্র দিয়ে দেয় আইবিএম
মানুষ যাতে গণনাযন্ত্র সম্পর্কে জানতে পারে, সে জন্য নিজেদের তৈরি সিলেটকটিভ সিক্যুয়েন্স ইলেকট্রনিক ক্যালকুলেটর উন্মুক্ত করে দেয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আইবিএমের সদর দপ্তরের কাছে এসএসইসি প্রদর্শন করা হয়, যাতে পথচারীরা যন্ত্রটির গণনা করার গতি দেখতে পান। বন্ধ হয়ে যাওয়ার আগে ১৯৫২ সালে এসএসইসি চাঁদের অবস্থান ছক (টেবিল) তৈরি করে। সেই ছক ধরে ১৯৬৯ সালে অ্যাপোলো চন্দ্রযানের গতিপথ নির্ধারণ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা।