হঠাৎ করেই আইওএস হালনাগাদ করল অ্যাপল
১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন আইফোনের পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্তের ঘোষণা দেওয়ার কথা রয়েছে অ্যাপলের। কিন্তু অনুষ্ঠানের মাত্র কয়েক দিন বাকি থাকতে হঠাৎ করে ‘আইওএস ১৬.৬.১’ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। জরুরি এ হালনাগাদে আগের সংস্করণগুলোতে থাকা বেশ কয়েকটি গুরুতর ত্রুটির সমাধান করা হয়েছে, যার মধ্যে একটি ‘জিরো ডে’ ত্রুটিও ছিল।
জানা গেছে, আইওএস ১৬–তে সন্ধান পাওয়া ‘জিরো ডে’ ত্রুটির মাধ্যমে গোপনে ‘প্যাগাসাস’ ম্যালওয়্যার প্রবেশ করিয়ে আইফোনে সাইবার হামলা চালানো যেত। আর তাই আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হালনাগাদ প্রকাশ করা হয়েছে। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত আইওএস হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল।
উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। তবে পুরোনো আইওএসে কত দিন ধরে এ নিরাপত্তাত্রুটি ছিল, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপল।
সূত্র: দ্য ভার্জ