গুগল ফটোজে সংরক্ষণ করা ছবি ও ভিডিও খুঁজে দিতে নতুন টুল আনছে গুগল

গুগল ফটোজগুগল

গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা গুগল ফটোজ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। আর তাই অনেকেই গুগল ফটোজের মাধ্যমে অনলাইনে নিয়মিত ছবি বা ভিডিও সংরক্ষণ করেন। কিন্তু সংরক্ষণ করা ছবি বা ভিডিওর সংখ্যা বেশি হলে প্রয়োজনের সময় নির্দিষ্ট ছবি বা ভিডিও দ্রুত খুঁজে পাওয়া যায় না। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে আসক ফটোজ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল আনতে কাজ করছে গুগল।

গুগলের তথ্যমতে, আসক ফটোজ সুবিধা ব্যবহার করে ছবির বর্ণনা, পটভূমি, ছবি সংরক্ষণের সময় বা ছবির নাম লিখলেই দ্রুত নির্দিষ্ট ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যাবে। জেমিনি এআই মডেল ব্যবহার করে ছবিতে থাকা দৃশ্য বা ব্যক্তিদের চেহারা বিশ্লেষণ করে ছবির বিষয়বস্তুর সারাংশও লিখে দিতে পারে টুলটি। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনের সময় দ্রুত নির্দিষ্ট ছবি বা ভিডিও খুঁজে বের করতে পারবেন।

আরও পড়ুন

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক গুগল ল্যাবস ব্যবহারকারীরা আসক ফটোজ টুলটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারছেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম উপযোগী টুলটি প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় ব্যবহার করা গেলেও আরও বেশ কয়েকটি ভাষা যুক্তের জন্য কাজ করছে গুগল। শিগগিরই টুলটি উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে