স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
স্মার্ট বাংলাদেশে সব নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে হলে প্রতিবন্ধীদের সুবিধা বাড়াতে হবে। প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে তাঁরা দেশের উন্নয়নে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পরিবর্তনের ক্ষমতায়ন: স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়। স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক (এসবিএন) ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইন, সাইটসেভারস, এজেন্সি টু ইনোভেট (এটুআই), আইডিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা একটি বাংলাদেশ কল্পনা করছি, যেখানে প্রত্যেক নাগরিক তাঁদের সক্ষমতা নির্বিশেষে জাতির অগ্রগতি থেকে উপকৃত হবে। এ জন্য শিক্ষাঙ্গন থেকে শুরু করে সব জায়গায় প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা চালু করতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন এবং সাইটসেভারসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও।
এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি–বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।