উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণে ত্রুটি, যে পরামর্শ দিল মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণে ত্রুটি পাওয়া গেছেমাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ‘২৪এইচ২’ হালনাগাদ সংস্করণে একাধিক নতুন সুবিধা যুক্ত হলেও বেশ কয়েকটি ত্রুটি পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, নিরাপদে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য দ্রুত ‘২৪এইচ২’ হালনাগাদ সংস্করণ এবং গত ৮ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রকাশিত হালনাগাদ নিরাপত্তা সুবিধাগুলো ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১ ইনস্টলের জন্য ব্যবহৃত মিডিয়ায় অক্টোবর বা নভেম্বর মাসের নিরাপত্তা হালনাগাদ অন্তর্ভুক্ত থাকলে সমস্যা দেখা দিচ্ছে। ফলে উইন্ডোজ ১১ ইনস্টল করার সময় ইউএসবি বা সিডি ব্যবহার করার সময় সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানের জন্য ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ নিরাপত্তা প্যাচের মাধ্যমে নতুন করে উইন্ডোজ ১১ ইনস্টলেশনের জন্য মিডিয়া তৈরি করতে হবে। এরপর সেই মিডিয়া ব্যবহার করে পুনরায় উইন্ডোজ ইনস্টল করতে হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, উইন্ডোজ ১১ ২৪এইচ২ হালনাগাদে থাকা ত্রুটির কারণে কম্পিউটারের অডিও ঠিকমতো কাজ না করার পাশাপাশি পুরোনো গুগল ওয়ার্কস্পেসে তথ্য সিঙ্ক করার সময় আউটলুক চালু হয় না। শুধু তা–ই নয়, ইউবিসফটের তৈরি জনপ্রিয় বেশ কয়েকটি গেমও সঠিকভাবে কাজ করে না। এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে মাইক্রোসফট। তবে কবে নাগাদ সমস্যার সমাধান উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস