আইফোন ১৫ প্রো কিনে বিপাকে ব্যবহারকারীরা

আইফোন ১৫ প্রো
ছবি: রয়টার্স

১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের ৪টি আইফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। এর ১০ দিন পর বাজারে আসে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোনগুলো।

অ্যাপলের তথ্যমতে, টাইটেনিয়াম বডি ও অ্যাকশন বাটনযুক্ত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী ফোন। কিন্তু আইফোন ১৫ প্রো কিনে বিপাকে পড়েছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, কিছুক্ষণ ব্যবহার করলেই আইফোন ১৫ প্রো দ্রুত গরম হয়ে যাচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে আইফোনের তাপমাত্রা ১০০ থেকে ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যাচ্ছে। নিজেদের দাবির সত্যতা তুলে ধরতে থার্মোমিটারের মাধ্যমে আইফোনের তাপমাত্রা পরিমাপের ছবিও পোস্ট করেছেন তাঁরা।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) এক ভুক্তভোগী দাবি করেছেন, কিছুক্ষণ ব্যবহারের পর আইফোনের তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। এটি এত গরম হয়ে গেছে যে স্পর্শ করতেও ভয় লাগছে। এ প্রসঙ্গে রেডিটে এক ব্যবহারকারী লিখেছেন, মাত্র পাঁচ মিনিট কথা বলার পরই আইফোনের তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। এর ফলে আইফোন হাতে ধরে রাখা সম্ভব হয়নি। ইউটিউবে এক ভুক্তভোগী দাবি করেছেন, তাঁর আইফোন ১১৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম হয়ে গেছে।

ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে অ্যাপল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, আইফোনের থার্মাল প্রযুক্তিতে নকশাগত ত্রুটির কারণে এমনটি হতে পারে।

উল্লেখ্য, এবারই প্রথম লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন বাজারে এনেছে অ্যাপল। আর তাই মানহীন ইউএসবি সি কেবল ব্যবহারের কারণেও আইফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে।
সূত্র: ডেইলি মেইল