উইকিপিডিয়ায় এ বছর বেশি খোঁজা হয়েছে যে ২৫ বিষয়
অনলাইনে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় প্রয়োজনীয় প্রায় সব বিষয়ের তথ্য থাকায় ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত ঢুঁ মারেন অনেকেই। সম্প্রতি এ বছর উইকিপিডিয়ায় সবচেয়ে বেশিবার পড়া প্রবন্ধের (পেজ) একটি তালিকা প্রকাশ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন। তালিকায় থাকা সেরা ২৫টি বিষয় কোনগুলো তা দেখে নেওয়া যাক।
চ্যাটজিপিটি
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, গল্প, নিবন্ধ বা কবিতাও লিখতে সক্ষম চ্যাটবটটিতে সম্প্রতি ভয়েস চ্যাটও যুক্ত হয়েছে। সম্প্রতি চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যানের ওপেনএআই ছাড়ার এবং পুনরায় যোগদানের বিষয়টি সারা বিশ্বে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর তাই উইকিপিডিয়ায় চ্যাটজিপিটিবিষয়ক পেজটি পড়া হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৪০৬ বার।
ডেথস ইন ২০২৩
২০২৩ সালে বিখ্যাত যেসব ব্যক্তি মারা গেছেন, তাঁদের নাম রয়েছে পেজটিতে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেজটি । উইকিপিডিয়ার পেজটি পড়া হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৮৬০ বার।
২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
তৃতীয় স্থানে রয়েছে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ক্রিকেট। উইকিপিডিয়ায় ক্রিকেট বিশ্বকাপবিষয়ক পেজটি পড়া হয়েছে ৩ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৬৫৩ বার।
আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সার্চের চতুর্থ স্থানে রয়েছে। আইপিএল পেজটি পড়া হয়েছে ৩ কোটি ২০ লাখ ১২ হাজার ৮১০ বার।
ওপেনহেইমার (চলচ্চিত্র)
ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ চলচ্চিত্র নিয়ে সারা বিশ্বে ব্যাপক মাতামাতি চলছে বছরজুড়েই। আর তাই চলচ্চিত্রটির তথ্যনির্ভর পেজটি তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। পেজটি মোট পড়া হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ২৪৮ বার।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন আসর নিয়ে প্রকাশিত পেজটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। পেজটি মোট পড়া হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৪১৭ বার।
জে রবার্ট ওপেনহাইমার
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ওপেনহাইমার’। তাঁকে নিয়ে তৈরি পেজটি রয়েছে সপ্তম স্থানে। পেজটি মোট পড়া হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৪৬৯ বার।
জওয়ান (চলচ্চিত্র)
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। আর তাই ‘জওয়ান’ নিয়ে তৈরি পেজটি রয়েছে অষ্টম স্থানে। পেজটি মোট পড়া হয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ১২৬ বার।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আয়োজনের তথ্যবিষয়ক পেজটি রয়েছে তালিকার নবম স্থানে। পেজটি মোট পড়া হয়েছে ২ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৯৭৪ বার।
পাঠান (চলচ্চিত্র)
শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’-এর তথ্যবিষয়ক পেজটি রয়েছে তালিকার দশম স্থানে। পেজটি পড়া হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৫০৯ বার।
তালিকায় থাকা অন্য প্রবন্ধগুলো হলো
দ্য লাস্ট অব আস (টিভি অনুষ্ঠান)—১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৭৮৯ বার।
টেলর সুইফট (সংগীতশিল্পী)—১ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ৩৮৫ বার।
বার্বি (চলচ্চিত্র)—১ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৭৭ বার।
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল খেলোয়াড়)—১ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ৫৩৭ বার।
লিওনেল মেসি (ফুটবল খেলোয়াড়)—১ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৬৩০ বার।
প্রিমিয়ার লীগ—১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৬৬৯ বার।
ম্যাথিউ প্যারি (অভিনেতা)—১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৬৬৬ বার।
ইউনাইটেড স্টেটস—১ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৬১ বার।
ইলন মাস্ক (এক্সের মালিক)—১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩৯৫ বার।
অ্যাভাটার (সিনেমা)—১ কোটি ৪৩ লাখ ৩ হাজার ১১৬ বার।
ইন্ডিয়া—১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ১৭৮ বার।
লিসা মেরি প্রিসলি (সংগীতশিল্পী)—১ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ৭ বার।
গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি (সিনেমা)—১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৯১৭ বার।
রাশিয়ান ইনভেশন অব ইউক্রেন—১ কোটি ২৭ লাখ ৯৮ হাজার ৮৬৬ বার।
অ্যান্ড্রিউ টেট (কিক বক্সার খেলোয়াড়)—১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬১৬ বার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া