গত ১২ সেপ্টেম্বর ‘আইওএস ১৬’ আনার এক মাসের মধ্যেই তৃতীয়বারের মতো এই অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপল। ‘আইওএস ১৬.০.৩’ নামের হালনাগাদ সংস্করণটিতে বেশ কিছু কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, ‘আইওএস ১৬.০.৩’ সংস্করণে ইনকামিং কল এবং অ্যাপ নোটিফিকেশন ত্রুটি, ‘কার প্লে’তে থাকা শব্দের সমস্যাসহ ক্যামেরার ধীরগতি দূর করা হয়েছে। পাশাপাশি মেইলজ্যাক নামের ত্রুটিরও সমাধান করা হয়েছে। এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই-মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই-মেইল অ্যাপ ক্র্যাশ বা অকার্যকর হয়ে যেত। ফলে আইফোন বা আইপ্যাড থেকে স্বচ্ছন্দে ই-মেইল অ্যাপ ব্যবহার করা সম্ভব হতো না।
উল্লেখ্য, আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। কিন্তু নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পর থেকেই বিভিন্ন কারিগরি সমস্যায় পড়েন আইফোন ব্যবহারকারীরা। তাই ‘আইওএস ১৬.০.৩’ সংস্করণ দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আইফোনের সেটিংস অপশনে প্রবেশের পর সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
সূত্র: ফোর্বস