ভিডিও তৈরির এআই টুল নিয়ে হলিউডের ব্লুমহাউসের সঙ্গে কাজ করছে মেটা
সম্প্রতি লিখিত নির্দেশনা বা প্রম্পট থেকে ভিডিও তৈরির প্রোগ্রাম (টুল) মুভি জেন উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এবার সেই টুলের কার্যকারিতা পরীক্ষার জন্য ‘দ্য পার্জ’ ও ‘গেট আউটের’ মতো জনপ্রিয় হরর সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান হলিউডের ব্লুমহাউস প্রোডাকশনের সঙ্গে কাজ করছে মেটা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মেটা।
এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, মুভি জেন নামের ভিডিও তৈরির এআই টুলটি পরীক্ষা করার জন্য চলচ্চিত্র নির্মাতা অনীশ চাগান্তি, স্পারলাক সিস্টারস ও কেসি অ্যাফ্লেককে নির্বাচন করেছে। এই চলচ্চিত্র নির্মাতারা তাঁদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মুভি জেন দিয়ে তৈরি ভিডিও ফুটেজ ব্যবহার করবেন। মুভি জেন দিয়ে চাগান্তি নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেটার মুভি জেন ওয়েবসাইটে দেখানো হবে। আর অ্যাফ্লেক ও স্পারলাক সিস্টারস নির্মিত চলচ্চিত্র কোথায় প্রকাশ করা হবে, সেটিও খুব শিগগির জানানো হবে। ব্লুমহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন ব্লুম বলেন, শিল্পীরাই চলচ্চিত্রশিল্পের প্রাণশক্তি। উদ্ভাবনী প্রযুক্তি তাঁদের গল্প বলার ক্ষেত্রে সহায়ক হবে।
লিখিত প্রম্পটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরির টুল ‘মুভি জেন’ দিয়ে লিখিত নির্দেশনার সাহায্যে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। ফলে নির্দিষ্ট কোনো ঘটনা বা স্থানের বর্ণনাসহ সম্ভাব্য দৃশ্যের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী শব্দসহ ভিডিও তৈরি করে দেবে টুলটি। টুলটি দিয়ে বিভিন্ন দৃশ্যের শব্দের আবহ এবং সংগীত তৈরির পাশাপাশি চাইলে যেকোনো ভিডিও সম্পাদনাও করা যাবে। মুভি জেন টুলটির মাধ্যমে সর্বোচ্চ ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এবং সর্বোচ্চ ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের অডিও তৈরি করা যাবে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির সুযোগ থাকায় টুলটি দিয়ে সহজেই রিলস, ছোট আকারের বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে মুভি জেন টুলটি রানওয়ে, ওপেনএআই, ইলেভেনল্যাবস ও ক্লিং–এর এআই টুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি ভিডিও গেমসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে অ্যাকটিভিশন, ওয়ার্নার ব্রাদার্স ও ওয়াল্ট ডিজনির মতো প্রধান ভিডিও গেম নির্মাতাদের বিরুদ্ধে ধর্মঘট ডাকেন ভিডিও গেমসে কাজ করা হলিউডের শিল্পী ও কলাকুশলীরা। এআই ব্যবহারের ফলে সুরক্ষা নিশ্চিতের দাবিতে ধর্মঘটের আহ্বান করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (স্যাগ-আফট্রা)। এর আগে গত বছর হলিউডের শিল্পী ও কলাকুশলীরা স্যাগ-আফট্রার ব্যানারে ধর্মঘট ডাকেন। তখন হলিউড কার্যত অচল হয়ে পড়ে।
সূত্র: গ্যাজেটস ৩৬০ ডটকম