২০ ভাষায় কোড লিখবে গুগলের বার্ড
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘বার্ড’ হালনাগাদ করার কথা জানিয়েছে। গত শুক্রবার অ্যালফাবেট জানায়, তাদের তৈরি হালনাগাদ বার্ড চ্যাটবটটি ব্যবহারকারীকে কোড লিখতে ও সফটওয়্যার উন্নয়ন করতে সহায়তা করবে।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারের জনপ্রিয়তার দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে গুগল দ্রুত তাদের কার্যক্রম জোরদার করছে।
গত সপ্তাহে গুগল তাদের বার্ড চ্যাটবটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে গুগল তাদের নতুন প্রোগ্রামের ঘোষণা দেয়।
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটি নামের চ্যাটবট উন্মুক্ত করার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রতিষ্ঠানে ব্যাপক বিনিয়োগ করেছে মাইক্রোসফট। গত বছর চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে গুগল এর প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই প্রোগ্রাম তৈরিতে জোর দেয়।
গুগল জানিয়েছে, তারা পরীক্ষামূলকভাবে যে বার্ড উন্মুক্ত করেছে, তাতে জেনারেটিভ এআই নামের বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এতে কনটেন্ট বা আধেয় শনাক্ত করার পাশাপাশি আরও নানা ধরনের কাজ করা যাবে। এটি ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লেখা বা কোড ব্যাখ্যা করতে পারবে।
বর্তমানে অল্প কিছু ব্যবহারকারী গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের বদলে বার্ড ব্যবহার করে বিভিন্ন বিষয় খোঁজ করতে পারেন। গত মার্চ মাসে এটি উন্মুক্ত করার পর থেকে গুগল একে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।