অ্যান্ড্রয়েডের যে সংস্করণের জন্য প্লে স্টোর হালনাগাদ করবে না গুগল

পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড থেকে প্লে স্টোরের সমর্থন প্রত্যাহার করছে গুগল

পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্লে স্টোরের হালনাগাদ সমর্থন সুবিধা বন্ধ করছে গুগল। গুগলের নতুন এ সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েড ৫ ও অ্যান্ড্রয়েড ৫.১ সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে প্লে স্টোরের হালনাগাদ পাওয়া যাবে না। এর আগে ২০১৮ সালের মার্চে সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ পেয়েছিলেন সংস্করণগুলোর ব্যবহারকারীরা।

নিরাপত্তা হালনাগাদ ও প্লে স্টোর হালনাগাদের মধ্যে পার্থক্য রয়েছে। নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে গেলেও প্লে স্টোরের হালনাগাদ পাওয়া যায়। ফলে প্লে স্টোরের মাধ্যমে নতুন এপিআই, নিরাপত্তা ত্রুটির সমাধানসহ নতুন ফিচার ব্যবহার করা যায়। তবে যেসব অপারেটিং সিস্টেম ব্যবহারকারী খুব কম, তাঁদের জন্য আর প্লে স্টোর হালনাগাদ করে না গুগল।

গুগলের তথ্যমতে, মোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ৬০ শতাংশই এখন ১১, ১২ ও ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। আর ২০১৪ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড ললিপপ ব্যবহারকারীর সংখ্যা মাত্র ১ শতাংশ। নিরাপত্তা হালনাগাদ সমর্থন বন্ধের পর এবার প্লে স্টোর হালনাগাদ বন্ধ হয়ে যাওয়ায় অ্যান্ড্রয়েড ললিপপের অবসান হলো বলা যায়।

গত বছরের জুলাই মাসে অ্যান্ড্রয়েড ললিপপের পূর্ববর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড কিটক্যাটের প্লে স্টোর হালনাগাদ সমর্থন বন্ধ করে দেয় গুগল। এ ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্লে স্টোর হালনাগাদ সমর্থন সুবিধা বন্ধ করতে পারে গুগল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া