প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ১০ ধনী
প্রযুক্তি দুনিয়ায় শীর্ষ ধনী কারা? আর তাঁদের সম্পদই বা কত? তাঁরা এত টাকা কী করেন? নিশ্চয়ই জানতে চান। আজ আমরা জানব এ মুহুর্তে প্রযুক্তি বিশ্বের সেরা ধনী কারা।
চলুন দেখে নেওয়া যাক শীর্ষ ধনী কারা। শুরু করা যাক ১০ নম্বর থেকে।
১০
এ মুহুর্তে সম্পদের দিক থেকে শীর্ষ প্রযুক্তি ধনী তালিকায় আছেন মাইকেল ডেল। ডেল কম্পিউটারের প্রতিষ্ঠঅতারা সম্পদ ৪৪ দশমিক ১ বিলিয়ন (৪ হাজার ৪১০ কোটি) ডলার। ভিএমওয়্যার ও ডেলের মালিক তিনি। বর্তমানে তিনি ডেলের চেয়ারম্যান। এখন ৫জি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে গুরুত্ব দিচ্ছেন তিনি।
৯
শীর্ষ ধনীর তালিকায় নবম স্থানে আছেন ঝ্যাং ইয়িমিং। তিনি ৪৪ দশমিক ৫ বিলিয়ন (৪ হাজার ৪৫০ কোটি) ডলারের মালিক। তিনি টিকটক এবং মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা। তুখোড় বিপণন ব্যক্তিত্ব তিনি।
৮
তালিকায় আটের নামটি আশ্চর্যের। কিছুদিন আগে তিনি ছিলেন শীর্ষে। তিনি ফেসবুক ও মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। শেয়ারে দরপতনে তিনি নেমে এসেছেন ৮ নম্বরে। তার সম্পদ ৫২ দশমিক ৬ বিলিয়ন (৫ হাজার ২৬০ কোটি) ডলার। তিনি এখন মেটাভার্স দুনিয়ায় বিনিয়োগ করছেন।
৭
তালিকার সাতে আছেন ল্যারি অ্যালিসন। তিনি ৮৩ দশমিক ৯ বিলিয়ন (৮ হাজার ৩৯০ কোটি) ডলারের মালিক। সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারির শেয়ার আছে বৈদ্যুতিক মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতেও। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছেন।
৬
ল্যারির চেয়ে সম্পদে এগিয়ে আছেন সাবেক মাইক্রোসফট সিইও স্টিভ বলমার। তাঁর সম্পদ ৮৪ দশমিক ৯ বিলিয়ন (৮ হাজার ৪৯০ কোটি) মার্কিন ডলার। মাইক্রোসফটের শেয়ারধারী বলমারের নিজস্ব বাস্কেটবল দলও আছে। তিনি এখন নির্বাচনী তথ্য নিয়ে কাজ করা ইউএসএফ্যাক্ট নামের সংস্থায় কাজ করছেন।
৫
শীর্ষ প্রযুক্তি ধনীর তালিকায় পাঁচে আছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর সম্পদের পরিমাণ ৮৭ দশমিক ৩ বিলিয়ন (৮ হাজার ৭৩০ কোটি) মার্কিন ডলার। তিনি এখন গোপন একটি উড়োজাহাজ নির্মাতা কোম্পানি নিয়ে কাজ করছেন। অবসরে লিখছেন পদার্থবিজ্ঞানের বই।
৪
গুগল অ্যালফাবেটের অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান। অ্যালফাবেটের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ আছেন তালিকার চারে। তাঁর সম্পদের পরিমাণ ৯১ দশমিক ২ বিলিয়ন (৯ হাজার ১২০ কোটি) মার্কিন ডলার। তিনি ট্যাক্সি স্টার্টআপসহ বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন।
৩
মানবহিতৈষী বিল গেটসের সঙ্গে পরিচয় না করিয়ে দিলেও চলবে। দাতব্য কাজে সম্পদ বিলি করাসহ বিবাহবিচ্ছেদ ও নানা জটিলতার তাঁর সম্পদ কমেছে। তা না হলে দীর্ঘ সময় বিশ্বের শীর্ষ ধনী ছিলেন তিনি। তবে তিনি সম্প্রতি বলেছেন, তিনি শীর্ষ ধনীর তকমা আর চান না। মাইক্রাসফটের এই সহ-প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের মূল্য ১০৭ বিলিয়ন (১০ হাজার ৭০০ কোটি) মার্কিন ডলার। তিনি এখন দাতব্য কাজে বেশি সময় দিচ্ছেন।
২
বিশ্বের শীর্ষ ধনীর পদ নিয়ে লড়াই চলছে আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস আর টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে। তবে গত সেপ্টেম্বর মাসের ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী, প্রযুক্তি খাতের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন (১৩ হাজার ৭০০ কোটি) মার্কিন ডলার। বেজোস মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান থেকে শুরু করে দীর্ঘায়ু হওয়ার গবেষণা প্রতিষ্ঠানের মতো নানা ক্ষেত্রে বিনিয়োগ করছেন।
১
এখন একটা খবর নিশ্চয় শুনছেন। কৃত্রিম বুদ্ধিমান রোবট আমাদের সব কিছু পাল্টে দেবে। এ ছাড়া মঙ্গল মিশনে যাবে মানুষ। এসব নিয়ে যিনি কাজ করছেন সেই প্রযুক্তি উদ্যোক্তা ও স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কই এখন বিশ্বের শীর্ষ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ২৪৫ বিলিয়ন (২৪ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার। তিনি টুইটার কিনতে চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) মার্কিন ডলার দাম হেঁকেও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মামলায় জড়িয়েছেন।
তথ্যসূত্র : ফোর্বস, এএফপি, রয়টার্স