বুধবার অপোর ‘ইনো ডে ২০২২’

অপো

আগামী বুধবার অনলাইনে হবে অপোর প্রযুক্তি অনুষ্ঠান ‘ইনো ডে ২০২২ ’। এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নতুন ও অদূর ভবিষ্যতে আসবে এমন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে ধারণা দেবে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠান শুরু হবে।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো বাংলাদেশ জানিয়েছে, বাৎসরিক এ অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি জীবনমান উন্নয়নে অপোর ভূমিকা তুলে ধরা হবে। www.oppo.com/en ঠিকানার ওয়েবসাইটে অনুষ্ঠানটি দেখা যাবে।

আরও পড়ুন

২০১৯ সালে প্রথমবার অপো ইনো ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অপোর ফাইভ–জি সিপিই রাউটার ও ওয়াচ সিরিজ উন্মোচন করা হয়। এ বছর অপো নতুন পণ্য উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।