নারীদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী যাঁরা
নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘অল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির শিক্ষার্থী ফারিয়া আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিশাত তাসনিম ও সাদিয়া জাহান। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি লুনা শামসুদ্দোহা আইসিটি উইক উদ্যাপনের অংশ হিসেবে গতকাল বুধবার এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি গার্লস কমিউনিটি এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) আয়োজিত এ প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আতিয়া মাইসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাওফিকা ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাহরিন আফরোজ ও নাবিহা তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লামিয়া রহমান খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মেহেরিন নিশা। স্কুল এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এস এম সাবিকুন মীম। পুরস্কার হিসেবে সেরা তিন বিজয়ীকে অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ী সবাইকে সনদ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল জানান, নারীদের কোডিং দক্ষতা প্রদর্শনের পাশাপাশি অন্য কোডারদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ তৈরি করে দিতেই আমাদের এই নিয়মিত আয়োজন।
বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, বাংলাদেশের নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা ছিলেন প্রয়াত লুনা শামসুদ্দোহা, যিনি দেশের তথ্য ও গাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে কাজ করেছেন। তাঁর অবদান স্মরণ করতে প্রতিবছর লুনা শামসুদ্দোহা আইসিটি উইক উদ্যাপন করে আসছে বিডিওএসএন।