তথ্য ফাঁস ঠেকাতে কর্মীদের এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করল মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চ্যাটবট, ‘ভ্যাসা ওয়ান’ নামের এআই মডেলসহ একাধিক এআই টুল তৈরি করছে মাইক্রোসফট। এসব প্রযুক্তির তথ্য ফাঁস ঠেকাতে কর্মীদের গুগলের ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাইক্রোসফট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের উদ্ভাবিত প্রযুক্তির তথ্য ফাঁস ঠেকাতেই কর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট ও এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাইক্রোসফট। এ সিদ্ধান্তের পর ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন এআই টুল ব্যবহার করতে গেলেই কম্পিউটারের পর্দায় সতর্কবার্তা দেখছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
তবে গুগলের ‘জেমিনি’ ও পারপ্লেক্সিটি এআইয়ের তৈরি চ্যাটবটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য প্রকাশ করেনি মাইক্রোসফট । উল্লেখ্য, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম বিনিয়োগকারী মাইক্রোসফট। আর তাই নিজেদের কোপাইলটসহ আরও বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দিতে ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি।
সূত্র: নিউজ১৮ ডটকম