বিপিও সামিটে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হচ্ছে
বিপিও সামিটের প্রবেশমুখেই জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন ইডেন কলেজ থেকে সদ্য স্নাতক মারুফা আক্তার। পঞ্চম বিপিও সামিট বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পর কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘নারীদের জন্য বিপিও খাতের কাজগুলো সুবিধাজনক। তাই এখানে (বিপিও সামিট) জীবনবৃত্তান্ত জমা দিতে এসেছি। আশা করি, নিজেকে প্রমাণ করে ভালো একটি চাকরি পাব।’
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দিনের বিপিও সামিটে ১৫টি প্রতিষ্ঠান বিপিও খাতের প্রযুক্তি ও কাজের পদ্ধতি দেখাচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্তও সংগ্রহ করছে প্রতিষ্ঠানগুলো। নিবন্ধন করে যে কেউ বিনা মূল্যে সম্মেলনে অংশ নিতে পারবেন। বিপিও সামিটের অংশ এই আয়োজনের নাম চাকরির মেলা। আয়োজকেরা জানান, গতকাল শনিবার থেকে আজ রোববার বেলা দুইটা পর্যন্ত প্রায় আট হাজার সিভি জমা পড়েছে।
ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি অনেক দিন ধরে খণ্ডকালীন একটি চাকরি খুঁজছিলাম। এক বন্ধু একটি বিপিও কোম্পানিতে কাজ করে। ওই বন্ধু জানাল সামিটে সবাই জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে।’ আজ সামিটের শেষ দিনেও অনেকে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন।
বিপিও সামিটের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘বিপিও সামিটের বিভিন্ন সেমিনারের পাশাপাশি আমরা চাকরি মেলার আয়োজন করেছি। বিপিও খাতে যুক্ত ১৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। সেসব প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের সিভি জমা নেওয়া হচ্ছে। প্রথম দিন আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। আজ আরও বেশি সাড়া পাওয়া যাচ্ছে। অংশগ্রহণকারী ১৫টি প্রতিষ্ঠানে দুই দিনে যত জীবনবৃত্তান্ত জমা হবে, পরে চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। শিক্ষার্থী, সদ্য পাস করা বা যাঁদের প্রযুক্তি সম্পর্কে একটু ধারণা আছে এবং সুন্দর করে কথা বলতে পারেন, তাঁরা জীবনবৃত্তান্ত জমা দিতে পারেন।
গতকাল সকালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পঞ্চম বিপিও সামিট বাংলাদেশ ২০২৩-এর উদ্বোধন করেন।