কারও সাহায্য ছাড়াই বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারে রোবট চার্জিং স্টেশনটি। অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ায় ব্যবহারেও ঝামেলা নেই। স্টেশনটির নির্দিষ্ট স্থানে গাড়ি থামিয়ে অ্যাপের মাধ্যমে চার্জের পরিমাণ নির্দিষ্ট করলেই চার্জ হতে থাকে গাড়ি।
আরও পড়ুন
গাড়ি চার্জ করার জন্য চার্জিং স্টেশনটিতে রয়েছে রোবট বাহু। অ্যাপের মাধ্যমে চার্জের নির্দেশ পেলেই রোবট বাহুটি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির চার্জিং পোর্টের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিয়ে থাকে। চার্জ শেষে আগের অবস্থানে ফিরেও যায়। ফলে আসন থেকে না নেমেই স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চার্জ করতে পারবেন শারীরিকভাবে অক্ষম বা প্রবীণেরা।
আরও পড়ুন
জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের তৈরি রোবট চার্জিং স্টেশনটি পরীক্ষামূলকভাবে চালু করেছে ফোর্ড। এরই মধ্যে স্টেশনটির কার্যকারিতা পরখ করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
সূত্র: ডেইলি মেইল