হোয়াটসঅ্যাপের নতুন প্রযুক্তি ব্যবহার করা যাবে না যেসব ফোনে
অক্টোবরের পর পুরোনো বিভিন্ন মডেলের ফোন থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে অক্টোবর মাসের পর নির্দিষ্ট মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের কোনো হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তাসুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ সমর্থন প্রত্যাহার করা ফোনগুলোতে নতুন সুবিধা না পাওয়ার পাশাপাশি নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ মিলবে না।
হোয়াটসঅ্যাপের সমর্থন প্রত্যাহার করা ফোনের তালিকায় স্যামসাং, হুয়াওয়ে, সনি এবং এলজির তৈরি বিভিন্ন মডেলের ফোন রয়েছে। মডেলগুলো হলো স্যামসাং গ্যালাক্সি নোট ২, স্যামসাং গ্যালাক্সি এস ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, স্যামসাং গ্যালাক্সি এস, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, এলজি অপটিমাস ২ এক্স, এলজি অপটিমাস জি প্রো, সনি এক্সপেরিয়া জেড, সনি এক্সপেরিয়া এস ২, সনি এরিকসন এক্সপেরিয়া আর্ক৩, এইচটিসি ওয়ান, এইচটিসি সেনসেশন, এইচটিসি ডিজায়ার এইচডি, নেক্সাস ৭, মটোরোলা জুম, মটোরোলা ড্রয়েড রাজর, আসুস ইইই প্যাড ট্রান্সফরমার ও আসুস আইকনিয়া ট্যাব এ৫০০৩।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে,অ্যান্ড্রয়েড ৪.১ থেকে আগের কোনো সংস্করণ সমর্থন করবে না হোয়াটসঅ্যাপ। ফলে পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোতে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
সূত্র: ইন্ডিয়া টুডে