জর্জ ইস্টম্যানের জন্মদিন

ছবি তোলার রোল ফিল্মের উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান নিউইয়র্কে জন্মগ্রহণ করেন।

জর্জ ইস্টম্যানজর্জ ইস্টম্যান মিউজিয়াম

১২ জুলাই ১৮৫৪
জর্জ ইস্টম্যানের জন্মদিন
গত শতকের সত্তর দশকের শেষভাগে ও আশির দশকের শুরুতে বাংলা সিনেমার পোস্টারে একটা বাক্য লেখা থাকত। সেটি ছিল, ‘ইস্টম্যান কালারে চিত্রায়িত’, মানে সিনেমাটি আংশিক বা পুরো রঙিন। এই ইস্টম্যান কালারের পেছনে ব্যক্তি হলেন মার্কিন উদ্ভাবক ও উদ্যোক্তা জর্জ ইস্টম্যান। ১৮৫৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি।

জর্জ ইস্টম্যান ছবি তোলার রোল ফিল্মের উদ্ভাবক। ইস্টম্যান কোডাক কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর কারণেই আলোকচিত্রশিল্প মূল ধারায় আসতে সক্ষম হয়েছিল। ১৮৮৪ সালে ইস্টম্যান তাঁর প্রথম রোল ফিল্মের পেটেন্ট পান। ১৮৮৮ সালে তিনি ফিল্ম রোলের উপযোগী কোডাক ক্যামেরা নিখুঁতভাবে তৈরি করেন। ১৮৯২ সালে তিনি নিউইয়র্কের রচেস্টারে ইস্টম্যান কোডাক কোম্পানি প্রতিষ্ঠা করেন।

থমাস জে ওয়াটসন জুনিয়র
কম্পি্টউর হিস্ট্রি ডটওআরজি

১২ জুলাই ১৯৪৯
ইলেকট্রনিকস নিয়ে আইবিএমের ওয়াটসনের ভবিষ্যদ্বাণী
কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) লিমিটেডের তৎকালীন প্রেসিডেন্ট থমাস জে ওয়াটসন জুনিয়র যন্ত্রে ইলেকট্রনিকসের ব্যবহার নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেন। সেটি ছিল, পরবর্তী ১০ বছরের মধ্যে কোনো যন্ত্রের চলনশীল সব যন্ত্রাংশ প্রতিস্থাপন করবে ইলেকট্রনিকস। ওয়াটসনের এই ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্য হয়তো ছিল, ওয়ার্কস্টেশন থেকে পার্সোনাল কম্পিউটার অর্থাৎ সব কম্পিউটারে তাঁর নিজের প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার করা। ইলেকট্রনিকসের ব্যাপক প্রচলনে পরে অবশ্য তাই হয়েছে।
থমাস জে ওয়াটসন জুনিয়র ছিলেন আইবিএমের প্রতিষ্ঠাতা থমাস জে ওয়াটসনের ছেলে ও আইবিএমের দ্বিতীয় প্রেসিডেন্ট।

জাপানের সাইতামায় ওয়াকমের সদরদপ্তর
উইকিমিডিয়া

১২ জুলাই ১৯৮৩

ওয়াকম প্রতিষ্ঠিত হলো

কম্পিউটার ছবি আঁকাআঁকির জন্য বহুল ব্যবহৃত ট্যাবলেট নির্মাতা জাপানি প্রতিষ্ঠান ওয়াকম প্রতিষ্ঠিত হয়। এটি ট্যাবলেটসহ আরও কিছু ইনপুট যন্ত্র ও সফটওয়্যার প্রস্তুত করে। গ্রাফিকস ট্যাবলেট এবং এই সংশ্লিষ্ট পণ্য নির্মাতা হিসেবে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

জাপানের সাইতামায় ওয়াকমের সদরদপ্তর। পৃথিবীজুড়েই ওয়াকমের পণ্য বিক্রি হয়। গত বছর ওয়াকমের কর্মী সংখ্যা ছিল এক হাজারের কিছু বেশি। ২০২২ সালের হিসাবে ওয়াকমের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি ইয়েন।

সূত্র: কম্পিউটার হোপ, কম্পি্টউর হিস্ট্রি ডটওআরজি